নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউনিয়ন পরিষদ, কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতির কারণে গ্রামের মানুষ ন্যায্য সেবা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ, কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতি বন্ধ করতে হবে।
রাজধানীর একটি হোটেলে আজ শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক এক নাগরিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আরমা দত্ত, স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রমুখ।
মন্ত্রী বলেন, ‘তহসিলদার ও ইউপি সচিবরা মোস্ট পাওয়ারফুল অ্যান্ড করাপটেড। জাতীয় পর্যায় থেকে এ বিষয়ে নজর দিতে হবে। এরা অনেক বেশি ক্ষমতাবান। এদের কারণে গ্রামের মানুষেরা ন্যায্য সেবা পায় না।’
বৈশ্বিক সংকটের কারণে সরকার ব্যয় সংকোচন করছে উল্লেখ করে এ সময় এম এ মান্নান বলেন, ‘বিশ্ব এখন টালমাটাল, সেই ঢেউ কিন্তু আমাদের তরীতেও লেগেছে। আমাদের সরকারপ্রধান সঠিকভাবে দেশ পরিচালনা করছেন। তাই সবাই আমরা ব্যয় সংকোচন করছি, মিতব্যয়িতা অবলম্বন করছি।’
দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রাম ও শহরের মানুষের চাওয়া-পাওয়া এক নয়। গ্রামের মানুষ নানা ভাতার কার্ড, পানি, স্যানিটেশন, সেতু ও সড়ক চায়। উন্নয়নের জন্য দেশে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এ জন্য শোভন রাজনীতি প্রয়োজন। কেবল শোভন কর্মসংস্থান দিয়েই উন্নয়ন হবে না। দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায়। বর্তমান সরকার তাই করছে।’
ইউনিয়ন পরিষদ, কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতির কারণে গ্রামের মানুষ ন্যায্য সেবা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ, কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতি বন্ধ করতে হবে।
রাজধানীর একটি হোটেলে আজ শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক এক নাগরিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আরমা দত্ত, স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রমুখ।
মন্ত্রী বলেন, ‘তহসিলদার ও ইউপি সচিবরা মোস্ট পাওয়ারফুল অ্যান্ড করাপটেড। জাতীয় পর্যায় থেকে এ বিষয়ে নজর দিতে হবে। এরা অনেক বেশি ক্ষমতাবান। এদের কারণে গ্রামের মানুষেরা ন্যায্য সেবা পায় না।’
বৈশ্বিক সংকটের কারণে সরকার ব্যয় সংকোচন করছে উল্লেখ করে এ সময় এম এ মান্নান বলেন, ‘বিশ্ব এখন টালমাটাল, সেই ঢেউ কিন্তু আমাদের তরীতেও লেগেছে। আমাদের সরকারপ্রধান সঠিকভাবে দেশ পরিচালনা করছেন। তাই সবাই আমরা ব্যয় সংকোচন করছি, মিতব্যয়িতা অবলম্বন করছি।’
দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রাম ও শহরের মানুষের চাওয়া-পাওয়া এক নয়। গ্রামের মানুষ নানা ভাতার কার্ড, পানি, স্যানিটেশন, সেতু ও সড়ক চায়। উন্নয়নের জন্য দেশে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এ জন্য শোভন রাজনীতি প্রয়োজন। কেবল শোভন কর্মসংস্থান দিয়েই উন্নয়ন হবে না। দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায়। বর্তমান সরকার তাই করছে।’
লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
২ ঘণ্টা আগে