প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েই চলেছে। দেশের অন্যতম নৌরুট বাংলাবাজার-শিমুলিয়াতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার হাজার হাজার মানুষের ঘরে ফেরার চাপ। ঘাটে ফেরি ভিড়লেই দৌড়ে ফেরিতে ওঠার প্রতিযোগিতা চলছে। এদিকে যাত্রীর চাপ বাড়ায় সোমবার বিকেল থেকেই নৌরুটের সবগুলো ফেরি যাত্রী এবং যানবাহন পারাপারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার যাত্রী ফেরিযোগে পদ্মা পার হয়েছে।
শিবচরের বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরেই ঘাট এলাকায় যাত্রীদের প্রচণ্ড ভিড় রয়েছে। করোনা সংক্রমণ রোধে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স পার করা জন্য কয়েকটি ফেরি চললে তাতেও যাত্রীদের চাপ ছিল। যাত্রীদের ভিড়ে জরুরি যানবাহন পারাপার ব্যাহত হচ্ছিল। এদিকে ঘাট এলাকায় আটকে যাওয়া পচনশীল পণ্যের ট্রাকের সংখ্যা বৃদ্ধি পাওয়া ও ঘরমুখো মানুষের চাপে সোমবার বিকেল থেকে সবগুলো ফেরি চলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দিনের মতো সারা রাতই ফেরিতে যাত্রীদের ভীড় ছিল।
তানজিল চৌধুরী নামের শিবচরের এক যাত্রী বলেন, ‘সন্ধ্যায় ফেরি কুমিল্লাতে উঠি। ঘাটে তখন তেমন গাড়ি ছিল না। ফেরিতে মোটরসাইকেল ও দুই/তিনটি গাড়ি ছিল। বাকি সব সাধারণ মানুষ। মানুষের ভিড়ে ফেরিটি কানায় কানায় পূর্ণ ছিল।’
তিনি আরও বলেন, ‘ফেরি চলাচলের সিদ্ধান্তে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। দীর্ঘ সময় ফেরিতে দাঁড়িয়ে থেকেও বাড়ি ফেরার আনন্দে কোনো ক্লান্তি ছিল না।’
মো. নাসির উদ্দিন নামের বরিশালের এক যাত্রী বলেন, ‘কাজ শেষে বিকেলে রওনা দিয়েছি। রাতেও ঘাটে অসংখ্য যাত্রী। ফেরিতে হাজার হাজার মানুষ পার হচ্ছে।’
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে নৌরুটে সবগুলো ফেরি চলছে। মূলত পচনশীল পণ্যের ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে সবগুলো ফেরি চলাচলের নির্দেশ দেয় বিআইডব্লিউটিসি। তবে গাড়ির চেয়ে যাত্রীর সংখ্যাই বেশি। রাতেও হাজার হাজার যাত্রী পদ্মা পার হয়েছে।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ‘ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের ভিড় বেশি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, পচনশীল পণ্যবাহী ট্রাক পার করে দিচ্ছি।’
শিবচর (মাদারীপুর): ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েই চলেছে। দেশের অন্যতম নৌরুট বাংলাবাজার-শিমুলিয়াতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার হাজার হাজার মানুষের ঘরে ফেরার চাপ। ঘাটে ফেরি ভিড়লেই দৌড়ে ফেরিতে ওঠার প্রতিযোগিতা চলছে। এদিকে যাত্রীর চাপ বাড়ায় সোমবার বিকেল থেকেই নৌরুটের সবগুলো ফেরি যাত্রী এবং যানবাহন পারাপারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার যাত্রী ফেরিযোগে পদ্মা পার হয়েছে।
শিবচরের বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরেই ঘাট এলাকায় যাত্রীদের প্রচণ্ড ভিড় রয়েছে। করোনা সংক্রমণ রোধে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স পার করা জন্য কয়েকটি ফেরি চললে তাতেও যাত্রীদের চাপ ছিল। যাত্রীদের ভিড়ে জরুরি যানবাহন পারাপার ব্যাহত হচ্ছিল। এদিকে ঘাট এলাকায় আটকে যাওয়া পচনশীল পণ্যের ট্রাকের সংখ্যা বৃদ্ধি পাওয়া ও ঘরমুখো মানুষের চাপে সোমবার বিকেল থেকে সবগুলো ফেরি চলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দিনের মতো সারা রাতই ফেরিতে যাত্রীদের ভীড় ছিল।
তানজিল চৌধুরী নামের শিবচরের এক যাত্রী বলেন, ‘সন্ধ্যায় ফেরি কুমিল্লাতে উঠি। ঘাটে তখন তেমন গাড়ি ছিল না। ফেরিতে মোটরসাইকেল ও দুই/তিনটি গাড়ি ছিল। বাকি সব সাধারণ মানুষ। মানুষের ভিড়ে ফেরিটি কানায় কানায় পূর্ণ ছিল।’
তিনি আরও বলেন, ‘ফেরি চলাচলের সিদ্ধান্তে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। দীর্ঘ সময় ফেরিতে দাঁড়িয়ে থেকেও বাড়ি ফেরার আনন্দে কোনো ক্লান্তি ছিল না।’
মো. নাসির উদ্দিন নামের বরিশালের এক যাত্রী বলেন, ‘কাজ শেষে বিকেলে রওনা দিয়েছি। রাতেও ঘাটে অসংখ্য যাত্রী। ফেরিতে হাজার হাজার মানুষ পার হচ্ছে।’
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে নৌরুটে সবগুলো ফেরি চলছে। মূলত পচনশীল পণ্যের ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে সবগুলো ফেরি চলাচলের নির্দেশ দেয় বিআইডব্লিউটিসি। তবে গাড়ির চেয়ে যাত্রীর সংখ্যাই বেশি। রাতেও হাজার হাজার যাত্রী পদ্মা পার হয়েছে।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ‘ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের ভিড় বেশি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, পচনশীল পণ্যবাহী ট্রাক পার করে দিচ্ছি।’
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৭ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৭ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৭ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে