ঢামেক প্রতিবেদক
মধ্যরাতে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেয়ে মোটরসাইকেলে মিরপুরের দিকে ফিরছিলেন রাসেল (১৭)। পথিমধ্যে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রাসেলের দুই বন্ধু মানিক (১৯) ও এনামুল (২৩) আহত হয়েছেন। অপর মোটরসাইকেলে থাকা বন্ধু শাহ আলী ইমন এ তথ্য জানান।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসকেরা রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থা গুরুতর। তবে এনামুল আশঙ্কামুক্ত রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
রাসেলের বন্ধু শাহ আলী ইমন বলেন, তারা মিরপুর পল্লবী বাউনিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাঁদের মোটর মেকানিকের দোকান রয়েছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তাঁরা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেতে যান। সেখানে খাওয়া-দাওয়া করে আবার মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল এবং তাঁর পেছনে বসা ছিল মানিক (১৯) ও এনামুল (২৩)। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক কোনোরকম ব্রেক না করে মোটরসাইকেলের ওপরে তুলে দেয়। এতে রাসেলসহ তিনজন গুরুতর আহত হন। দ্রুতই তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
রাসেলের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকতেন। রাসেলের বাবার নাম মো. সিরাজ বলে জানান বন্ধু শাহ আলী ইমন।
মধ্যরাতে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেয়ে মোটরসাইকেলে মিরপুরের দিকে ফিরছিলেন রাসেল (১৭)। পথিমধ্যে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রাসেলের দুই বন্ধু মানিক (১৯) ও এনামুল (২৩) আহত হয়েছেন। অপর মোটরসাইকেলে থাকা বন্ধু শাহ আলী ইমন এ তথ্য জানান।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসকেরা রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থা গুরুতর। তবে এনামুল আশঙ্কামুক্ত রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
রাসেলের বন্ধু শাহ আলী ইমন বলেন, তারা মিরপুর পল্লবী বাউনিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাঁদের মোটর মেকানিকের দোকান রয়েছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তাঁরা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেতে যান। সেখানে খাওয়া-দাওয়া করে আবার মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল এবং তাঁর পেছনে বসা ছিল মানিক (১৯) ও এনামুল (২৩)। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক কোনোরকম ব্রেক না করে মোটরসাইকেলের ওপরে তুলে দেয়। এতে রাসেলসহ তিনজন গুরুতর আহত হন। দ্রুতই তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
রাসেলের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকতেন। রাসেলের বাবার নাম মো. সিরাজ বলে জানান বন্ধু শাহ আলী ইমন।
নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণের মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ দুর্জয়কে (২৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পা
৩ মিনিট আগেলোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
১১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
১৫ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগে