Ajker Patrika

রাজধানীতে বেশি দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৫: ৫৮
রাজধানীতে বেশি দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

বাড়তি দামে পণ্য বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার রাজধানীর বনানী কাঁচাবাজারে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। 

এ সময় ভাই ভাই মুরগির দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা এবং বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, নতুন করে সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও বনানী কাঁচাবাজারের তার কোনো মিল পাওয়া যায়নি। প্রতিটি পণ্যই কেজিতে ২০ থেকে ৭৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, অথচ সরকার নির্ধারিত দাম ১৭৫ টাকা। সোনালিকা কেজিতে ২৬২ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৩৬০ টাকা। এ ছাড়া গরুর মাংস কেজিতে বিক্রি করার কথা ৬৬৫ কিন্তু সেখানে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। 

বাজার ব্যবসায়ীদের দাবি, সরকারের নতুন এই নির্ধারিত মূল্যের তালিকা তাঁদের জানা নেই। 

তবে বনানী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বলেন, ‘সরকার যেহেতু দাম ঠিক করে দিয়েছে, এখন ওই দামেই আমাদের বিক্রি করতে হবে।’ 

এদিকে রমজানের বাজার স্থিতিশীল রাখতে প্রত্যেকটি বাজারে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান নূর ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত