Ajker Patrika

তথ্যমন্ত্রীকে টিভি চ্যানেল মালিকদের অভিনন্দন: অবৈধ আইপিটিভির বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৩, ২২: ৪২
তথ্যমন্ত্রীকে টিভি চ্যানেল মালিকদের অভিনন্দন: অবৈধ আইপিটিভির বিরুদ্ধে অভিযান

চাঁদাবাজি ও হয়রানির দায়ে অভিযুক্ত অবৈধ আইপিটিভি, ইউটিউব চ্যানেল, কেব্‌ল টিভির বিরুদ্ধে অভিযানের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে দেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স—অ্যাটকো। 

এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও টেলিভিশন গণমাধ্যমকর্মীদের শীর্ষ সংস্থা ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) সরকারকে অভিনন্দন জানায়। 

গতকাল মঙ্গলবার (২৭ জুন) তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে লেখা পত্রে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী জানান, অবৈধ আইপিটিভি, ইউটিউব চ্যানেলগুলোর কোনো নিবন্ধন নেই। দীর্ঘদিন ধরে এসব চ্যানেল জাতীয় সম্প্রচার নীতিমালা ও অনলাইন গণমাধ্যম নীতিমালা লঙ্ঘন করে মানহীন তথ্য ও কনটেন্ট সম্প্রচার করে আসছিল; যা দেশে ও বিদেশে অবস্থানরত সব শ্রেণির দর্শককে বিভ্রান্ত করছে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে তুলছে। 

অতএব, অবৈধ আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য মন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই, বলেন অঞ্জন চৌধুরী। 

উল্লেখ্য, ১৮ জুন এ বিষয়ে এক পত্রে সব জেলা প্রশাসককে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার ম্যাজিস্ট্রেটরা দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। কার্যক্রমের অংশ হিসেবে ২৫ জুন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রী খীসা বন্দর নগরীতে নানা অভিযোগে অভিযুক্ত সি-প্লাস টিভি, সি-ভিশন, ২৪ টিভি ও এসবিটিভি নামের অনুমোদনহীন চারটি আইপিটিভির অফিস সিলগালা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত