কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দলের গামছা প্রতীক নিয়ে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।
গতকাল রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা গোবিন্দ মল্লিকের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার শুরুতে নকুল কুমার নির্বাচন করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে নকুল কুমার বলেন, ‘সম্প্রতি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। এই দলে আমার যোগদানের কারণ হচ্ছে, দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। এই দেশে আওয়ামী লীগের বাইরে একটি মাত্র রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ, যারা জাতির পিতার আদর্শ নিয়ে কথা বলেন। এ জন্য আমি এই দলে যোগদান করেছি।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইবোনের মতো বলে উল্লেখ করে নকুল কুমার বলেন, ‘একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। অপরজন জাতির পিতার মানসপুত্র, রাজনৈতিক সন্তান।’
নকুল কুমার বলেন, ‘আমি বরিশাল-২ আসন থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করে যে কয়টি ভোট পাব, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’
গানের সুরে সুরে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘আমি হতে চাই না দুর্নীতিবাজ কোনো নেতার চামচা, তাই ভালোবেসে আমি বুকে নিয়েছে বঙ্গবীরের গামছা।’
এ সময় নকুল কুমার বিশ্বাসসহ তাঁর সব সহশিল্পী ও যন্ত্রশিল্পীদের গলায় ছিল গামছা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দলের গামছা প্রতীক নিয়ে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।
গতকাল রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা গোবিন্দ মল্লিকের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার শুরুতে নকুল কুমার নির্বাচন করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে নকুল কুমার বলেন, ‘সম্প্রতি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। এই দলে আমার যোগদানের কারণ হচ্ছে, দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। এই দেশে আওয়ামী লীগের বাইরে একটি মাত্র রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ, যারা জাতির পিতার আদর্শ নিয়ে কথা বলেন। এ জন্য আমি এই দলে যোগদান করেছি।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইবোনের মতো বলে উল্লেখ করে নকুল কুমার বলেন, ‘একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। অপরজন জাতির পিতার মানসপুত্র, রাজনৈতিক সন্তান।’
নকুল কুমার বলেন, ‘আমি বরিশাল-২ আসন থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করে যে কয়টি ভোট পাব, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’
গানের সুরে সুরে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘আমি হতে চাই না দুর্নীতিবাজ কোনো নেতার চামচা, তাই ভালোবেসে আমি বুকে নিয়েছে বঙ্গবীরের গামছা।’
এ সময় নকুল কুমার বিশ্বাসসহ তাঁর সব সহশিল্পী ও যন্ত্রশিল্পীদের গলায় ছিল গামছা।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪২ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে