শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে গতকাল রোববার রাতে মোরশেদা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁর স্বামী মিরাজ মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গৃহবধূ মোরশেদা আক্তার মানিকগঞ্জ পৌরসভার পৌলী গ্রামের মোকসেদ আলীর মেয়ে। তিনি দুই মেয়েসন্তানের মা।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম। তিনি বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। নিহতের স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূর বাবা মোকসেদ আলী জানান, প্রায় আট বছর আগে শিবালয় উপজেলার আগশিমুলিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে কাপড় ব্যবসায়ী মিরাজের সঙ্গে তাঁর মেয়েকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় তাঁর মেয়েকে এক ভরি স্বর্ণালংকারসহ একটি ফ্রিজ ও আলমারি দেওয়া হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মিরাজ তাঁর মা, বাবা ও ভাইয়ের পরামর্শে মোরশেদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
মোরশেদাকে নির্যাতন করার বিষয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সালিস হয়েছে। প্রায় তিন বছর আগে মেয়ের সুখের কথা চিন্তা করে দুই ধাপে মিরাজকে দেড় লাখ টাকা দেন মোরশেদার বাবা। এরপরও মিরাজ নির্যাতন করতেন বলে দাবি মোরশেদার পরিবারের।
মোকসেদ আলী বলেন, ‘মিরাজ ও তাঁর পরিবারের সদস্যরা মোরশেদাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
মোরশেদার ছোট বোন মুক্তি জানান, তাঁর দুলাভাই এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এতে বাধা দেওয়ায় ও যৌতুকের কারণে তাঁর বোনকে নির্যাতন করা হতো। ওই নারীর সঙ্গে তাঁর দুলাভাইয়ের একাধিক ছবি মোরশেদা তাঁকে পাঠিয়েছিলেন।
পৌর কাউন্সিলর কবীর হোসেন বলেন, ‘মোরশেদার বাবা কিছুদিন আগে আমাকে তাঁর মেয়ে ওপর চলা নির্যাতনের কথা জানিয়েছিলেন। ছেলের পরিবারের সঙ্গে এ নিয়ে বসারও কথা ছিল। এর আগেই মোরশেদাকে মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে গতকাল রোববার রাতে মোরশেদা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁর স্বামী মিরাজ মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গৃহবধূ মোরশেদা আক্তার মানিকগঞ্জ পৌরসভার পৌলী গ্রামের মোকসেদ আলীর মেয়ে। তিনি দুই মেয়েসন্তানের মা।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম। তিনি বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। নিহতের স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূর বাবা মোকসেদ আলী জানান, প্রায় আট বছর আগে শিবালয় উপজেলার আগশিমুলিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে কাপড় ব্যবসায়ী মিরাজের সঙ্গে তাঁর মেয়েকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় তাঁর মেয়েকে এক ভরি স্বর্ণালংকারসহ একটি ফ্রিজ ও আলমারি দেওয়া হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই মিরাজ তাঁর মা, বাবা ও ভাইয়ের পরামর্শে মোরশেদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
মোরশেদাকে নির্যাতন করার বিষয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সালিস হয়েছে। প্রায় তিন বছর আগে মেয়ের সুখের কথা চিন্তা করে দুই ধাপে মিরাজকে দেড় লাখ টাকা দেন মোরশেদার বাবা। এরপরও মিরাজ নির্যাতন করতেন বলে দাবি মোরশেদার পরিবারের।
মোকসেদ আলী বলেন, ‘মিরাজ ও তাঁর পরিবারের সদস্যরা মোরশেদাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
মোরশেদার ছোট বোন মুক্তি জানান, তাঁর দুলাভাই এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এতে বাধা দেওয়ায় ও যৌতুকের কারণে তাঁর বোনকে নির্যাতন করা হতো। ওই নারীর সঙ্গে তাঁর দুলাভাইয়ের একাধিক ছবি মোরশেদা তাঁকে পাঠিয়েছিলেন।
পৌর কাউন্সিলর কবীর হোসেন বলেন, ‘মোরশেদার বাবা কিছুদিন আগে আমাকে তাঁর মেয়ে ওপর চলা নির্যাতনের কথা জানিয়েছিলেন। ছেলের পরিবারের সঙ্গে এ নিয়ে বসারও কথা ছিল। এর আগেই মোরশেদাকে মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১ ঘণ্টা আগে