Ajker Patrika

এখনো জ্বলছে শেখ হাসিনা ও আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৩: ৫৭
এখনো জ্বলছে শেখ হাসিনা ও আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এখন জ্বলছে। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডির ৩/এ সড়কে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনটি ভবন রয়েছে। একটিতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা বসতেন। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার পর ধানমন্ডিতে ওই ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে কিছু দুর্বৃত্তকে আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায়। আর বাইরের দুটো ভবনের আগুন না থাকলেও ভবনগুলোর জানালা খুলে নিয়ে যেতে দেখা যায়। তবে সেখানে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে দেখা না গেলেও কয়েকজন উৎসুক জনতাকে দেখা যায়। 

বেলা ১টার পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, তখনো ভবনটিতে আগুন জ্বলছে। দুর্বৃত্তরা আগুন নিভিয়ে লুটপাট করছিল। সেখানেও কয়েকশ উৎসুক জনতাকে ছবি তুলতে দেখা যায়।ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে জানালার গ্রিল খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত