নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহকর্মী এক আইনজীবীকে মারধরের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ ১০ আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেন তাঁদের জামিন মঞ্জুর করেন।
১০ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত জামিন দেন। তাঁদের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
গত ৭ ফেব্রুয়ারি তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাইকোর্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন ১০ আইনজীবীকে। সেই জামিনের মেয়াদ শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাঁরা। আদালত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে মূল নথিসহ শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেন।
জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন শাহের খান পাঠান, এরশাদ ওরফে রাশেদ, উজ্জ্বল, আব্দুল্লাহ আল মাহবুব, উচ্ছল, গাজী তৌহিদুল ইসলাম, শহীদুল ইসলাম সপু, মাকসুদ উল্লাহ ও শহীদুজ্জামান।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন মহসীন মিঞা, ওমর ফারুক ফারুকী, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা করেন অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থক নীল প্যানেল থেকে ২০১৮-১৯ মেয়াদে সহসম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।
মামলায় তিনি অভিযোগ করেন, গত ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশে আদালত বর্জনের ডাক দেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর মধ্যে ৩ জানুয়ারি একটি মামলার খবর নিতে সুপ্রিম কোর্টে যান। তিনি জানতে পারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি এর কারণ জানতে ও প্রতিবাদ করলে ফোরামের মহাসচিব কায়সার কামালের নির্দেশে তাঁকে মারধর করা হয়। তিনি চোখে গুরুতর আঘাত পান এবং তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
সহকর্মী এক আইনজীবীকে মারধরের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ ১০ আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেন তাঁদের জামিন মঞ্জুর করেন।
১০ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত জামিন দেন। তাঁদের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
গত ৭ ফেব্রুয়ারি তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাইকোর্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন ১০ আইনজীবীকে। সেই জামিনের মেয়াদ শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাঁরা। আদালত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে মূল নথিসহ শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেন।
জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন শাহের খান পাঠান, এরশাদ ওরফে রাশেদ, উজ্জ্বল, আব্দুল্লাহ আল মাহবুব, উচ্ছল, গাজী তৌহিদুল ইসলাম, শহীদুল ইসলাম সপু, মাকসুদ উল্লাহ ও শহীদুজ্জামান।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন মহসীন মিঞা, ওমর ফারুক ফারুকী, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা করেন অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থক নীল প্যানেল থেকে ২০১৮-১৯ মেয়াদে সহসম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।
মামলায় তিনি অভিযোগ করেন, গত ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশে আদালত বর্জনের ডাক দেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর মধ্যে ৩ জানুয়ারি একটি মামলার খবর নিতে সুপ্রিম কোর্টে যান। তিনি জানতে পারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি এর কারণ জানতে ও প্রতিবাদ করলে ফোরামের মহাসচিব কায়সার কামালের নির্দেশে তাঁকে মারধর করা হয়। তিনি চোখে গুরুতর আঘাত পান এবং তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি খাল থেকে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে চরএলাহী ইউনিয়নের গাংচিলের ১২ নং স্লুইজ খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
৪ মিনিট আগেস্বাধীনতার ৫৪ বছরেও দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা হয়নি। এতে রাস্তাটিতে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। একটু বৃষ্টি হলে কাদাপানিতে একাকার হওয়া রাস্তায় চলাচল করা আরও কষ্টদায়ক হয়।
১০ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে ট্রলারসহ ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতি ও কৃষকদের ওপর হামলার ঘটনার মূল হোতা কামাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (৪ অক্টোবর) ভোরে ভোলা জেলার দক্ষিণ দিগালদি এলাকা থেকে র্যাব-৮-এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
৪০ মিনিট আগেযশোরের মনিরামপুরে শংকর মন্ডল (৫৫) নামে হত্যা মামলার এক আসামি হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠেছে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ আজ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
২ ঘণ্টা আগে