ঢামেক প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল। আজ বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও জাতীয় গোয়েন্দা সংস্থা দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগকে ঝুঁকিপূর্ণ বলেন।
ফায়ার সদর দপ্তরের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ‘সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল ছিল। হাসপাতালের জেনারেটর কক্ষ ও পাশের অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং নিজের জন্যও ঝুঁকিপূর্ণ।’
পলাশ চন্দ্র বলেন, ‘হাসপাতালের কিচেনে গিয়ে দেখলাম সেখানে কোনো দুর্ঘটনা হলে লোকজনের বাইরে বের হওয়ার সুযোগ নাই। এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ছে। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশন গুলো নিয়ম না মেনেই চলছে। অনেক জায়গায় আগুন নেভানোর কোনো যন্ত্র নাই। যেগুলো আছে তার মধ্যে বেশির ভাগই অকেজো। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ দিয়েছি।’
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ডা. ক্যানটিনে গিয়ে একই অবস্থা দেখা যায়। সেখানে রান্না ঘরের ভেতর দিয়ে বের হওয়ার একটি জরুরি দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবার দাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিল না সেখানে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। উনাদের পরামর্শ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমদের অবহেলা আছে তা নয়। প্রতি বছর ফায়ার সার্ভিস থেকে মহড়া হয়।’
ঢাকা মেডিকেল পরিচালক আরও বলেন, ‘অনেক সময় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। তবে এবার তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল। আজ বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও জাতীয় গোয়েন্দা সংস্থা দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগকে ঝুঁকিপূর্ণ বলেন।
ফায়ার সদর দপ্তরের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ‘সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল ছিল। হাসপাতালের জেনারেটর কক্ষ ও পাশের অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং নিজের জন্যও ঝুঁকিপূর্ণ।’
পলাশ চন্দ্র বলেন, ‘হাসপাতালের কিচেনে গিয়ে দেখলাম সেখানে কোনো দুর্ঘটনা হলে লোকজনের বাইরে বের হওয়ার সুযোগ নাই। এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ছে। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশন গুলো নিয়ম না মেনেই চলছে। অনেক জায়গায় আগুন নেভানোর কোনো যন্ত্র নাই। যেগুলো আছে তার মধ্যে বেশির ভাগই অকেজো। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ দিয়েছি।’
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ডা. ক্যানটিনে গিয়ে একই অবস্থা দেখা যায়। সেখানে রান্না ঘরের ভেতর দিয়ে বের হওয়ার একটি জরুরি দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবার দাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিল না সেখানে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। উনাদের পরামর্শ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমদের অবহেলা আছে তা নয়। প্রতি বছর ফায়ার সার্ভিস থেকে মহড়া হয়।’
ঢাকা মেডিকেল পরিচালক আরও বলেন, ‘অনেক সময় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। তবে এবার তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
৩৯ মিনিট আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৭ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৮ ঘণ্টা আগে