Ajker Patrika

তেজগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
তেজগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে স্বামী আব্দুল কুদ্দুসের (৫৮) পর মারা গেলেন স্ত্রী আনিছা বেগম (৫০)। আজ বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুজনের মৃতদেহ নিয়ে গেছে স্বজনরা। 

গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিছা বেগম (৫০) এবং সোমবার দিবাগত রাতে মারা যান স্বামী আব্দুল কুদ্দুস (৫৮)। 

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সালেকিন মিল্লাত তাওফিক স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তেজগাঁও নাখালপাড়ায় ঝুপড়ি ঘরের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুনে দগ্ধ হয় স্বামী-স্ত্রী। পরে তাদেরকে বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তারা মারা যান। আজ বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মৃতদের ছেলে মো. আনিসুর রহমান বলেন, তাদের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামে। বর্তমানে তেজগাঁও নাখালপাড়া বড় মসজিদ এলাকায় থাকত। তার বাবা দিনমজুর ছিলেন। মা বাসাবাড়িতে কাজ করতেন। 

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ বাসার ভেতরে আগুন ধরে যায়। এতে মা-বা দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ধারণা করা হচ্ছে, লিকেজের কারণে ঘরের মধ্যে জমা গ্যাস বিস্ফোরণে আগুন ধরে তারা দগ্ধ হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত