Ajker Patrika

দুদক কর্মকর্তার চাকরিচ্যুতির ঘটনায় রিট হবে বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২০
দুদক কর্মকর্তার চাকরিচ্যুতির ঘটনায় রিট হবে বুধবার

সম্প্রতি চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের ঘটনায় রিট দায়ের করা হবে। আগামীকাল বুধবার এই রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার শিশির মনির এসংক্রান্ত চিঠি আমলে নিয়ে স্বপ্রণোদিত আদেশ চাইলে আদালত রিট আবেদন করতে বলেন। 

শিশির মনির বলেন, এখানে দুর্নীতি দমন কমিশনের ইমেজের প্রশ্ন। তখন আদালত বলেন, আপনি কীভাবে সংক্ষুব্ধ সেটা রিট আবেদন করে বলুন। 

এর আগে চাকরিচ্যুত দুদক কর্মকর্তার জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। হাইকোর্ট রুলসের ১১ক এর বিধি ১০ অনুযায়ী রোববার এই চিঠি দেন তাঁরা। 

সুপ্রিম কোর্টের যে ১০ আইনজীবী চিঠিটি পাঠিয়েছেন তারা হলেন—মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মুস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী। 

চিঠিতে শরীফ উদ্দিনের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশনা চাওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত