Ajker Patrika

সখীপুরে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ২ 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৩, ১৪: ১৮
সখীপুরে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ২ 

টাঙ্গাইলের সখীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দেওবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া বাবুল খান ওরফে বাবু (২৯) মানিকগঞ্জের শিবালয় থানার ঘোনাপাড়া গ্রামের মৃত আবদুল লতিফ খানের ছেলে এবং রাজিব শেখ (৩৫) ফরিদপুরের সালথা থানার নটখোলা গ্রামের নুরু শেখের ছেলে।

সখীপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি দল দেওবাড়ী বাজারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম অন্য পুলিশ সদস্যের নিয়ে ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেন। এ সময় একটি প্রাইভেট কারসহ রামদা, চাপাতি ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত