Ajker Patrika

জলকামান ছুড়ে শিক্ষার্থীদের হালকা ছত্রভঙ্গ করেছি: ডিসি মাসুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাঠিপেটা ও জলকামানের পানি ছিটিয়ে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
লাঠিপেটা ও জলকামানের পানি ছিটিয়ে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

‎প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে যমুনা অভিমুখে যাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় পুলিশের বলপ্রয়োগের অভিযোগ প্রসঙ্গে ‎রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে আমাদের ব্লকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এগিয়ে গেছে। এরপর আমাদের কিছু ফোর্স সেখানে জড়ো হয়ে তাদের প্রতিরোধ করে। তাদের আস্তে আস্তে পেছনের দিকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি। এরপরও কোনো কাজ হয় নাই। এরপর আমরা ওয়াটারগান (জলকামান) মেরে তাদের হালকা ছত্রভঙ্গ করেছি। এরপর তারা আবার এখানে (শাহবাগ মেট্রো স্টেশন সংলগ্ন) এসে অবস্থান নিয়েছে।’

আজ ‎বুধবার বিকেল সোয়া ৩টায় শাহবাগে ইন্টার কন্টিনেন্টালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিসি মাসুদ আলম।‎

‎মাসুদ আলম বলেন, ‘শাহবাগ মোড়ে বুয়েটসহ অন্যান্য বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা আসছিল। তারা গতকাল এবং তার আগের দিনও শান্তিপূর্ণ অবস্থানে ছিল। শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড়ে তারা অবস্থান নিয়েছিল, আমরা কিন্তু তারপরও তাদের কিছুই বলিনি। তাদের আমরা কখনো বলিনি, এখান থেকে উঠে যাও। যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল। আমরা তাদের সরে যাওয়ার জন্য কয়েকবার অনুরোধ করেছিলাম।’‎

‎তিনি বলেন, ‘আজকে সকালে আমরা মন্ত্রণালয়ের যোগাযোগ করেছিলাম। তারা অনেক পজিটিভ ছিল। আপনারা জানেন, ইতিমধ্যে প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে যেটা তারা চাচ্ছিল। যখন তারা এদিকে চলে আসে তার আগে ওদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল। তখন তারা যেটা বলছিল যে আমরা এখানে সর্বোচ্চ আধা ঘণ্টা থাকব। যদি এর মধ্যে প্রজ্ঞাপনটি জারি না হয় তাহলে আমরা সচিবালয় অভিমুখে চলে যাব। এরপর হুট করে তারা যমুনার দিকে দৌড়ে চলে আসল। আমরা পেছনে পেছনে দৌড়ে আসছি।’‎

সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের বিষয়ে ডিসি বলেন, ‘আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আন্দোলনকারীরা প্রচুর ইট মেরেছে। তাদের কাছে হ্যাকস’ ব্লেড বা চাকু টাইপের ছিল। যেটা মারার কারণে আমাদের কয়েকটা ছেলে আহত হয়েছে। আমারও ইট লাগছে যেহেতু আমি সামনে ছিলাম, আহত হয়েছি। ‎শিক্ষার্থীরাও বেশ কয়েকজন আহত হয়েছে। যেহেতু তারা পেছন দিক থেকে ইট মারছিল, মিডিলে (মধ্যবর্তী স্থানে) যারা ছিল তারা ইটের আঘাতে আহত হয়েছে।’ ‎

‎পুলিশের কতজন আহত হয়েছে সেই সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ডিসি। ‎

আজ সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলন করে। বেলা দেড়টার দিকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এখনো ইন্টার কন্টিনেন্টালের সামনে মেট্রোরেলের নিচে প্রধান সড়কে অবস্থান করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত