সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় মাদক কারবার ও সন্ত্রাসের অভিযোগ তুলে বাবা-ছেলের বিরুদ্ধে বিক্ষোভ–মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বেলতলা এলাকায় এই কর্মসূচি পালন করেন পাথালিয়া ইউনিয়নের বাসিন্দারা। পরে খেজুরটেক-বেলতলা সড়কে বিক্ষোভ–মিছিল করেন তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসী জানান, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার কোরবান আলীর ছেলে মজিবর রহমান ও তাঁর ছেলে সামিউল আলম সৈকত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাঁরা আওয়ামী লীগের আমল থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। মাদক কারবার চালিয়ে নিতে তাঁরা ডিলার নিয়োগ করে রেখেছেন। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে খেজুরটেক এলাকার বাসিন্দা ক্যাপ্টেন (অব.) রমজান বলেন, ‘বিগত ১৭-১৮ বছর ধরে এলাকায় মাদক কারবার এমনভাবে জেঁকে বসেছে যে আমাদের সমাজে বসবাস করার মতো অবস্থা নেই। এই মাদক সম্রাটদের গ্রেপ্তার করার জন্য আমরা আইনপ্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।’
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, ‘খেজুরটেক এলাকায় মাদক ও সন্ত্রাস এমন ব্যাপক হারে বেড়েছে যে লোকজন রাতে রাস্তাঘাটে চলাচল করতে পারে না। মাদকের নেশা খেজুরটেকে ভরপুর। মাদক সম্রাট ও সন্ত্রাস মজিবর ও সৈকত এমন শুরু করেছে যে ঘরে ঘরে মাদকের ডিলার হয়ে গেছে। খেজুরটেক থেকে যেন আমরা চিরতরে মাদক নির্মূল করতে পারি, এ জন্য আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মোবারক হোসেন খান বলেন, ‘আমরা এলাকাবাসী এক হয়েছি। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সহযোগিতা করলে আমরা এলাকা থেকে অবশ্যই মাদক নির্মূল করে ছাড়ব। মাদক শুধু খেজুরটেক নয়, পুরো পাথালিয়া ইউনিয়নে রয়েছে। আমরা চাই, একে একে সব মাদক কারবারিকে আইনের আওতায় আনা হোক। মজিবর ও সৈকত যেভাবে মাদক কারবার করছে, অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের প্রায় ১৫ মিনিট পর মহাসড়ক থেকে সরে যান তাঁরা। পরে বিক্ষোভ–মিছিল নিয়ে খেজুরটেক এলাকার দিকে চলে যান। এ কর্মসূচিতে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ২ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় মাদক কারবার ও সন্ত্রাসের অভিযোগ তুলে বাবা-ছেলের বিরুদ্ধে বিক্ষোভ–মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বেলতলা এলাকায় এই কর্মসূচি পালন করেন পাথালিয়া ইউনিয়নের বাসিন্দারা। পরে খেজুরটেক-বেলতলা সড়কে বিক্ষোভ–মিছিল করেন তাঁরা।
মানববন্ধনে এলাকাবাসী জানান, আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার কোরবান আলীর ছেলে মজিবর রহমান ও তাঁর ছেলে সামিউল আলম সৈকত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাঁরা আওয়ামী লীগের আমল থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। মাদক কারবার চালিয়ে নিতে তাঁরা ডিলার নিয়োগ করে রেখেছেন। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে খেজুরটেক এলাকার বাসিন্দা ক্যাপ্টেন (অব.) রমজান বলেন, ‘বিগত ১৭-১৮ বছর ধরে এলাকায় মাদক কারবার এমনভাবে জেঁকে বসেছে যে আমাদের সমাজে বসবাস করার মতো অবস্থা নেই। এই মাদক সম্রাটদের গ্রেপ্তার করার জন্য আমরা আইনপ্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।’
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, ‘খেজুরটেক এলাকায় মাদক ও সন্ত্রাস এমন ব্যাপক হারে বেড়েছে যে লোকজন রাতে রাস্তাঘাটে চলাচল করতে পারে না। মাদকের নেশা খেজুরটেকে ভরপুর। মাদক সম্রাট ও সন্ত্রাস মজিবর ও সৈকত এমন শুরু করেছে যে ঘরে ঘরে মাদকের ডিলার হয়ে গেছে। খেজুরটেক থেকে যেন আমরা চিরতরে মাদক নির্মূল করতে পারি, এ জন্য আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মোবারক হোসেন খান বলেন, ‘আমরা এলাকাবাসী এক হয়েছি। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সহযোগিতা করলে আমরা এলাকা থেকে অবশ্যই মাদক নির্মূল করে ছাড়ব। মাদক শুধু খেজুরটেক নয়, পুরো পাথালিয়া ইউনিয়নে রয়েছে। আমরা চাই, একে একে সব মাদক কারবারিকে আইনের আওতায় আনা হোক। মজিবর ও সৈকত যেভাবে মাদক কারবার করছে, অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের প্রায় ১৫ মিনিট পর মহাসড়ক থেকে সরে যান তাঁরা। পরে বিক্ষোভ–মিছিল নিয়ে খেজুরটেক এলাকার দিকে চলে যান। এ কর্মসূচিতে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ২ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
১৩ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩৬ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৪৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৪৪ মিনিট আগে