নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারিগরি ত্রুটিতে গতকাল বুধবার প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা তদন্ত করতে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিল)। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। গতকাল রাতেই ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়াকে আহ্বায়ক ও ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমানকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএমের দুজন প্রকৌশলীকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। এতে ভায়াডাক্ট দেবে গিয়ে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যায়। এই ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ দিন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’
পরে ত্রুটি সারিয়ে বুধবার রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা-উত্তর ও মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
কারিগরি ত্রুটিতে গতকাল বুধবার প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা তদন্ত করতে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিল)। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। গতকাল রাতেই ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়াকে আহ্বায়ক ও ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমানকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএমের দুজন প্রকৌশলীকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। এতে ভায়াডাক্ট দেবে গিয়ে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যায়। এই ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এ দিন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’
পরে ত্রুটি সারিয়ে বুধবার রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা-উত্তর ও মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে