Ajker Patrika

জুট করপোরেশনের জমি বিক্রিতে হাইকোর্টের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২০: ২৫
জুট করপোরেশনের জমি বিক্রিতে হাইকোর্টের স্থগিতাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে জুট ট্রেডিং করপোরেশনের (জেটিসি) অধীন পাট ক্রয় কেন্দ্রে জমি বিক্রির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই জমি নামমাত্র মূল্যে বিক্রির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।

পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

এর আগে নামমাত্র মূল্যে পাট ক্রয় কেন্দ্রের জমি বিক্রির বিষয়ে কয়েকটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে গতকাল রোববার হাইকোর্টে রিট করেন আইনজীবী আব্দুস সামাদ। রিটে নামমাত্র মূল্যে ওই জমি বিক্রির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে জুট ট্রেডিং করপোরেশনের (জেটিসি) অধীন পাট ক্রয় কেন্দ্রের ৫৪ শতক জমি নামমাত্র মূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই জমির বাজার মূল্য ৩ কোটি টাকা হলেও তা ৩১ লাখ ৭৬ হাজার টাকায় হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত