Ajker Patrika

দেয়াল ধসে শিশুর মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৯: ৫৬
দেয়াল ধসে শিশুর মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে সাত বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বুধবার লিগ্যাল 'আইন ও অধিকার ফাউন্ডেশন, নামের মানবাধিকার সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুহিদুল কবীর ও মনির হোসেন এই নোটিশ পাঠান। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ৫০ লাখ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কেও ৫০ লাখ টাকা দিতে বলা হয়েছে নোটিশে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা শিশুর পরিবারকে বুঝিয়ে দিতে বলা হয়েছে।   

নোটিশে বলা হয়, মঙ্গলবার সকালে বাবা নাজির হোসেন সন্তান জিহাদকে নিয়ে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে আজিমপুর ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে শিশুটি চাপা পড়ে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় দায় আছে গণপূর্ত মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। সেখানে সিটি করপোরেশন ড্রেনের কাজ করেছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। 

নিহত জিহাদ রাজধানীর আজিমপুর দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত