সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে শিশু অপহরণ মামলায় আসামিদের পুকুর থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৬) দাবি করে তার স্বজন ও এলাকাবাসী আসামিদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও এলাকায় পাটাতন ঘরের নিচের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ঘর রোমান শেখ অপহরণ মামলায় গ্রেপ্তার আসামি সিয়াম ও মানিকের পরিবারের। লাশ পাওয়ার খবরে তাঁদের ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
রোমান শেষ সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে ও জেলার শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, এক ভাই ও দুই বোনের মধ্যে রোমন শেখ সবার ছোট। সংসারের অভাবের কারণে রোমান পড়োশোনার পাশাপাশি অটোরিকশা চালাত। গত ২১ জানুয়ারি অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ ছিল। এ ঘটনায় ২৬ জানুয়ারি রোমানের বাবা মিরাজ শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন। মামলার দিনই পুলিশ মানিক, সিয়ামসহ তিনজনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগরের বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামে মানিক ও সিয়ামের পাটাতন করা ঘরের নিচের পুকুর থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সমবেত হয়ে পুকুরের কচুরিপানা সরিয়ে গন্ধের উৎস খোঁজা শুরু করে। সকাল ১০টার দিকে আসামি সিয়ামের ঘরের নিচের কচুরিপানা সরাতেই সেখানে বস্তাবন্দী লাশের মতো কিছু দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানায়। বেলা সোয়া ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওই লাশটি উদ্ধার করে নিয়ে যায়। লাশের বস্তায় ইট ও আরসিসি খুঁটির অংশ বেঁধে পুকুরে ফেলা হয়েছিল। তবে বস্তার মুখ না খোলায় লাশটি রোমান শেখের কি না, নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে লাশটি রোমান শেখের দাবি করে উপস্থিত লোকজন সিয়াম ও মানিকের বাড়িঘর ভাঙচুর করে। ঘরে ভেতরের আসবাবপত্র ও বাড়ির ভাঙা অংশে অগ্নিসংযোগ করে।
এর আগে রোমান শেখের সন্ধান চেয়ে গতকাল বুধবার মানববন্ধন করেন তাঁর স্বজন, সহপাঠী ও স্থানীয়রা। ওই দিন মানববন্ধন শেষে বিক্ষুব্ধ সহপাঠী ও স্বজনেরা থানা ঘেরাও করে হামলা চালিয়েছেন। এ সময় সিরাজদিখান থানা ও থানা প্রাঙ্গণের পাশে অবস্থিত সহকারী পুলিশ সুপারের কার্যালয়, কার্যালয়ের সামনে থাকা পুলিশের গাড়িসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, আমরা নিখোঁজ স্কুলছাত্রের স্বজনসহ স্থানীয়দের বলেছিলাম, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বাড়ির আশপাশে যত ডোবা, পুকুর রয়েছে সেখানেও আপনারা খোঁজ করেন। সে অনুযায়ী তল্লাশি চালিয়ে পুকুর থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি রোমান শেখের কি-না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সিগঞ্জের শ্রীনগরে শিশু অপহরণ মামলায় আসামিদের পুকুর থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৬) দাবি করে তার স্বজন ও এলাকাবাসী আসামিদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও এলাকায় পাটাতন ঘরের নিচের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ঘর রোমান শেখ অপহরণ মামলায় গ্রেপ্তার আসামি সিয়াম ও মানিকের পরিবারের। লাশ পাওয়ার খবরে তাঁদের ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
রোমান শেষ সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে ও জেলার শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, এক ভাই ও দুই বোনের মধ্যে রোমন শেখ সবার ছোট। সংসারের অভাবের কারণে রোমান পড়োশোনার পাশাপাশি অটোরিকশা চালাত। গত ২১ জানুয়ারি অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ ছিল। এ ঘটনায় ২৬ জানুয়ারি রোমানের বাবা মিরাজ শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন। মামলার দিনই পুলিশ মানিক, সিয়ামসহ তিনজনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগরের বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামে মানিক ও সিয়ামের পাটাতন করা ঘরের নিচের পুকুর থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সমবেত হয়ে পুকুরের কচুরিপানা সরিয়ে গন্ধের উৎস খোঁজা শুরু করে। সকাল ১০টার দিকে আসামি সিয়ামের ঘরের নিচের কচুরিপানা সরাতেই সেখানে বস্তাবন্দী লাশের মতো কিছু দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানায়। বেলা সোয়া ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওই লাশটি উদ্ধার করে নিয়ে যায়। লাশের বস্তায় ইট ও আরসিসি খুঁটির অংশ বেঁধে পুকুরে ফেলা হয়েছিল। তবে বস্তার মুখ না খোলায় লাশটি রোমান শেখের কি না, নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে লাশটি রোমান শেখের দাবি করে উপস্থিত লোকজন সিয়াম ও মানিকের বাড়িঘর ভাঙচুর করে। ঘরে ভেতরের আসবাবপত্র ও বাড়ির ভাঙা অংশে অগ্নিসংযোগ করে।
এর আগে রোমান শেখের সন্ধান চেয়ে গতকাল বুধবার মানববন্ধন করেন তাঁর স্বজন, সহপাঠী ও স্থানীয়রা। ওই দিন মানববন্ধন শেষে বিক্ষুব্ধ সহপাঠী ও স্বজনেরা থানা ঘেরাও করে হামলা চালিয়েছেন। এ সময় সিরাজদিখান থানা ও থানা প্রাঙ্গণের পাশে অবস্থিত সহকারী পুলিশ সুপারের কার্যালয়, কার্যালয়ের সামনে থাকা পুলিশের গাড়িসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, আমরা নিখোঁজ স্কুলছাত্রের স্বজনসহ স্থানীয়দের বলেছিলাম, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বাড়ির আশপাশে যত ডোবা, পুকুর রয়েছে সেখানেও আপনারা খোঁজ করেন। সে অনুযায়ী তল্লাশি চালিয়ে পুকুর থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি রোমান শেখের কি-না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৩৮ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৮ ঘণ্টা আগে