নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জীবনে আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসংগীত করবে না বলে মুচলেকা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এই মুচলেকা দেন তিনি।
বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
হারুন অর রশীদ বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনেও আর নজরুল ও রবীন্দ্রসংগীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবেন না।’
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতি নজরুল ও রবীন্দ্রসংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি, এই সব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন গান করবেন না।’
পুলিশের পোশাক পরে বিভিন্ন ভিডিও বানানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি বিভিন্ন সংগীতে পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি তা নেননি। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না। তিনি কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার নামে অভিনয় করছেন, তিনি কাউকে জানান না, তাঁকে নিয়ে আর কী বলব।’
পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না।’
বুধবার সকালে হিরো আলমকে ডিবিতে ডাকা হয়।
এর আগে রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে বিকৃতভাবে উপস্থাপন করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশে তাঁর কয়েকটি গানকে গণ-উৎপাত আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়।
জীবনে আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসংগীত করবে না বলে মুচলেকা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এই মুচলেকা দেন তিনি।
বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
হারুন অর রশীদ বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনেও আর নজরুল ও রবীন্দ্রসংগীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবেন না।’
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতি নজরুল ও রবীন্দ্রসংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি, এই সব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন গান করবেন না।’
পুলিশের পোশাক পরে বিভিন্ন ভিডিও বানানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি বিভিন্ন সংগীতে পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি তা নেননি। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না। তিনি কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার নামে অভিনয় করছেন, তিনি কাউকে জানান না, তাঁকে নিয়ে আর কী বলব।’
পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না।’
বুধবার সকালে হিরো আলমকে ডিবিতে ডাকা হয়।
এর আগে রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে বিকৃতভাবে উপস্থাপন করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশে তাঁর কয়েকটি গানকে গণ-উৎপাত আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে