Ajker Patrika

এবার ঢাকার উত্তরখানে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
এবার ঢাকার উত্তরখানে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ

রাজধানীর খিলক্ষেতের পর এবার উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে উত্তরখানের ৪৬ নম্বর ওয়ার্ডের সাদেক মাস্টার মডেল স্কুলের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এক ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘সাদেক মাস্টার মডেল স্কুল কেন্দ্রের ৫০০ গজ উত্তরে বিকট শব্দে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। কেউ কেউ ছোটাছুটিও শুরু করেন।’ 

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করে বলেন আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কোনো ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ 

এর আগে, খিলক্ষেতে একটি ভোটকেন্দ্রের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ রোববার অন্বেষণ স্কুল কেন্দ্র এলাকায় ভোট শুরুর আগে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই বিস্ফোরণেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত