Ajker Patrika

মার্কিন বাজারে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি শ্রমিক সংগঠনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কর্মসূচি। ছবি: সংগৃহীত
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কর্মসূচি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকদের জন্য মরণ ফাঁদ।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করেন। পরবর্তী সময় তিন মাসের জন্য এটি স্থগিত করলেও তিন মাস প্রায় শেষ। ইউরোপীয় ইউনিয়নের ১৩টিসহ মোট ৬৩টি দেশের জন্য ট্রাম্প শুল্ক নির্ধারণ করেন অনেক কম। তুরস্ক, ব্রাজিল, মেক্সিকো ও মরক্কোর মতো গুরুত্বপূর্ণ পোশাক রপ্তানিকারক দেশের পণ্যের ওপর শুল্ক না বাড়িয়ে আগের শুল্কই বহাল রাখেন তিনি। এ ছাড়া বিশ্বের আরও ১৫টি দেশে শুল্কহার একই রাখা হয়েছে।

‘অথচ বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য ট্রাম্প শুল্ক নির্ধারণ করেছেন ৩৭ শতাংশ। এটি চরম বিবেচনাহীন অমানবিক এবং নারী মুক্তির বাধা।’

এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশ এবং বাংলাদেশি নারীদের অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আমিরুল হক আমিন।

মানববন্ধন কর্মসূচি থেকে মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকারের দাবিতে আগামী ১৫ জুলাই মার্কিন দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, আইনবিষয়ক সম্পাদক রবিউল চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত