নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকদের জন্য মরণ ফাঁদ।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করেন। পরবর্তী সময় তিন মাসের জন্য এটি স্থগিত করলেও তিন মাস প্রায় শেষ। ইউরোপীয় ইউনিয়নের ১৩টিসহ মোট ৬৩টি দেশের জন্য ট্রাম্প শুল্ক নির্ধারণ করেন অনেক কম। তুরস্ক, ব্রাজিল, মেক্সিকো ও মরক্কোর মতো গুরুত্বপূর্ণ পোশাক রপ্তানিকারক দেশের পণ্যের ওপর শুল্ক না বাড়িয়ে আগের শুল্কই বহাল রাখেন তিনি। এ ছাড়া বিশ্বের আরও ১৫টি দেশে শুল্কহার একই রাখা হয়েছে।
‘অথচ বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য ট্রাম্প শুল্ক নির্ধারণ করেছেন ৩৭ শতাংশ। এটি চরম বিবেচনাহীন অমানবিক এবং নারী মুক্তির বাধা।’
এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশ এবং বাংলাদেশি নারীদের অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আমিরুল হক আমিন।
মানববন্ধন কর্মসূচি থেকে মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকারের দাবিতে আগামী ১৫ জুলাই মার্কিন দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, আইনবিষয়ক সম্পাদক রবিউল চৌধুরী প্রমুখ।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকদের জন্য মরণ ফাঁদ।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করেন। পরবর্তী সময় তিন মাসের জন্য এটি স্থগিত করলেও তিন মাস প্রায় শেষ। ইউরোপীয় ইউনিয়নের ১৩টিসহ মোট ৬৩টি দেশের জন্য ট্রাম্প শুল্ক নির্ধারণ করেন অনেক কম। তুরস্ক, ব্রাজিল, মেক্সিকো ও মরক্কোর মতো গুরুত্বপূর্ণ পোশাক রপ্তানিকারক দেশের পণ্যের ওপর শুল্ক না বাড়িয়ে আগের শুল্কই বহাল রাখেন তিনি। এ ছাড়া বিশ্বের আরও ১৫টি দেশে শুল্কহার একই রাখা হয়েছে।
‘অথচ বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য ট্রাম্প শুল্ক নির্ধারণ করেছেন ৩৭ শতাংশ। এটি চরম বিবেচনাহীন অমানবিক এবং নারী মুক্তির বাধা।’
এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশ এবং বাংলাদেশি নারীদের অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আমিরুল হক আমিন।
মানববন্ধন কর্মসূচি থেকে মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকারের দাবিতে আগামী ১৫ জুলাই মার্কিন দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, আইনবিষয়ক সম্পাদক রবিউল চৌধুরী প্রমুখ।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে