Ajker Patrika

লাইনে ৩ নম্বরে দাঁড়িয়েও মিলছে না ট্রেনের এসি টিকিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাইনে ৩ নম্বরে দাঁড়িয়েও মিলছে না ট্রেনের এসি টিকিট

ট্রেনের ঈদ যাত্রার অগ্রিম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড়। আজ সোমবার বিক্রি হচ্ছে ৮ জুলাইয়ের (শুক্রবার) টিকিট। তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের তুলনায় আজকে ভিড় কিছুটা কম। যাত্রীরা অভিযোগ করেছেন, কোনভাবেই ট্রেনের এসি চেয়ারের সিট পাওয়া যাচ্ছে না। টিকিট বিক্রির আধা ঘণ্টার মধ্যেই কাউন্টার থেকে বলা হচ্ছে এসি টিকিট নেই। 

কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, অনেকেই একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য। অনলাইনে টিকিট না পেয়ে স্টেশনে ভিড় করছেন তাঁরা। টিকিট দেওয়া নিয়ে নারী যাত্রীদের অভিযোগ থাকলেও দুটি কাউন্টারেই নারীদের টিকিট দেওয়া হচ্ছে। 

সাইমন ইসলাম নামের এক যাত্রী এসি টিকিট না পাওয়ার বিষয়ে অভিযোগ করে বলেন, ‘৭ তারিখের টিকিট কাটার জন্য গতকাল এসেছিলাম। কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেও গতকাল টিকিট পাইনি। তাই কাল থেকেই আবার দাঁড়িয়ে ছিলাম ৮ তারিখের টিকিট কাটার জন্য। আজ ৮ তারিখের টিকিট পেয়েছি। লাইনের ৮ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট পেয়েছি, কিন্তু এসি চেয়ারের কোন সিট নেই বলে জানিয়েছে কাউন্টার থেকে। শোভন চেয়ারের টিকিট নিয়েছি। দ্রুত টিকিট শেষ হয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ অপেক্ষা করে কাঙ্ক্ষিত টিকিট পাওয়া যাচ্ছে না। তবে টিকিট পেয়ে তিনি খুশি।’ 

শাকিল হক নামের এক যাত্রী ঈদ করতে যাবেন সিরাজগঞ্জ। টিকিট কাটতে গতকাল ৩টার সময় কমলাপুরে এসেছেন। তিনি বলেন, ‘দীর্ঘক্ষণ অপেক্ষা করে ৮ তারিখের টিকিট পেয়েছি। তবে এসি চেয়ারের কোন টিকিট পাইনি। ননএসির টিকিট দিয়েছে। লাইনের সিরিয়ালের ৩ নম্বরে ছিলাম তারপরেও এসি টিকিট পাইনি। আমরা সাধারণ যাত্রীরা যদি এসি টিকিট না পাই, তাহলে এসি টিকিটগুলো যাচ্ছে কোথায়। যারা কষ্ট করছেন সারা রাত ধরে তাঁরা কি এসি টিকিট পাবেন না। আর অনলাইনের কথা কি বলব। অনলাইনে প্রবেশ করা যাচ্ছে। কিন্তু নিমেষেই সব টিকিট নেই হয়ে যাচ্ছে।’ 

এসব বিষয়ে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী-খুলনা ও উত্তরবঙ্গ গামী ১৫টি ট্রেনের ৬ হাজার ৫০০ হাজার টিকিট দেওয়া হচ্ছে। এই টিকিটের বিপরীতে চাহিদা বেশ কয়েকগুণ বেশি। তাই লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরেছেন অনেকে।’ 

এদিকে, মঙ্গলবার দেওয়া হবে আগামী ৯ জুলাইয়ের অগ্রিম টিকিট। একই সঙ্গে যারা ৫ তারিখের অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কাল থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু করবেন। এদিকে ঈদযাত্রার ফিরতি টিকিট দেওয়া শুরু হবে ৭ জুলাই থেকে। এই দিন দেওয়া হবে ১১ জুলাইয়ের অগ্রিম টিকিট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত