যথাযথ মর্যাদার মধ্য দিয়ে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং ২৫ মার্চের কালো রাতে নিহত নিরস্ত্র বাঙালি ও ৭১-এর ৯ মাস ব্যাপী মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। ১৯৭১-এর বর্বর গণহত্যার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। গণহত্যা দিবসের ওপর বিশেষ আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিগণ ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানান। এই দিনটিকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তারা বিশ্ববাসীকে এ গণহত্যা বিষয়ে অবহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মদ গণহত্যা দিবসে প্রবাসী বাংলাদেশিদের বিশেষকরে নতুন প্রজন্মের প্রবাসী সদস্যদের ভূমিকা পালনের আহ্বান জানান। এই প্রসঙ্গে তিনি নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জেনে ১৯৭১-এর গণহত্যা বিষয়ে গ্রিসে ও ইউরোপে জনমত তৈরির মাধ্যমে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
দূতাবাসের কাউন্সেলর মো. খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বিশেষকরে গ্রিসের নতুন প্রজন্মের সদস্যরা অংশগ্রহণ করেন ও তাদের অনুভূতি প্রকাশ করেন।
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং ২৫ মার্চের কালো রাতে নিহত নিরস্ত্র বাঙালি ও ৭১-এর ৯ মাস ব্যাপী মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। ১৯৭১-এর বর্বর গণহত্যার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। গণহত্যা দিবসের ওপর বিশেষ আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিগণ ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানান। এই দিনটিকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তারা বিশ্ববাসীকে এ গণহত্যা বিষয়ে অবহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মদ গণহত্যা দিবসে প্রবাসী বাংলাদেশিদের বিশেষকরে নতুন প্রজন্মের প্রবাসী সদস্যদের ভূমিকা পালনের আহ্বান জানান। এই প্রসঙ্গে তিনি নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জেনে ১৯৭১-এর গণহত্যা বিষয়ে গ্রিসে ও ইউরোপে জনমত তৈরির মাধ্যমে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
দূতাবাসের কাউন্সেলর মো. খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বিশেষকরে গ্রিসের নতুন প্রজন্মের সদস্যরা অংশগ্রহণ করেন ও তাদের অনুভূতি প্রকাশ করেন।
দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হেফাজতে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর ইসলাম।
৪ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে এক রাতে ১১টি মিটার ও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজার থেকে ১১টি মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। অপর দিকে নগর ইউনিয়নের লক্ষ্মীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এনিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার ও ট্রান্সফরমার চুরির
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় মামলার আসামি ছাত্রলীগ নেতা নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কাঁচপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসির উদ্দীন উপজেলার কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
২৬ মিনিট আগেপিরোজপুরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া শত বছরের পুরোনো ভাড়ানি খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ এ খালের দুই পাশজুড়ে...
৩৭ মিনিট আগে