Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে সোনা, আইফোনসহ বিমানের কেবিন ক্রু রুদাবা আটক

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২৩: ৪৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পার্কেসার রুদাবা সুলতানা আটক হয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পর কাস্টমসের একটি দল তাঁকে সন্দেহজনক আচরণের জন্য চ্যালেঞ্জ করে।

রুদাবার আচরণ প্রথমে ছিল উত্তেজনাপূর্ণ। কাস্টমস কর্মকর্তারা যখন তাঁকে স্ক্যানার কক্ষে নিয়ে যেতে চান, তখন তিনি গড়িমসি করতে থাকেন। একপর্যায়ে নিজের অন্তর্বাসে লুকিয়ে রাখা বিশেষভাবে তৈরি সোনার বার ফেলে দিয়ে তা পা দিয়ে লুকানোর চেষ্টা করেন। কাস্টমস কর্মকর্তাদের চোখ এড়িয়ে যেতে পারেননি তিনি।

পরে স্ক্যানিং মেশিন দিয়ে তাঁর দেহ তল্লাশি চালিয়ে একটি নতুন আইফোনও জব্দ করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ছিল ২৩০ গ্রাম। বিনা ঘোষণায় একজন কেবিন ক্রুর এসব মূল্যবান সামগ্রী বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এস এম শরাফাত হোসেন জানান, রুদাবাকে চ্যালেঞ্জ করলে তিনি প্রথমে সব অভিযোগ অস্বীকার করেন। তবে শেষ পর্যন্ত তাঁর শরীরে লুকিয়ে রাখা সোনা ও আইফোন ধরা পড়ে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, রুদাবা কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি আবিরের বোন। তিনি অতীতে ভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালন করে সাবেক সরকারপ্রধান ও মন্ত্রীদের সঙ্গে ছবি তুলে প্রভাব খাটিয়ে নানা অনৈতিক সুবিধা নিয়ে এসেছেন। সেই প্রভাব দেখিয়েও কাস্টমসের জিজ্ঞাসাবাদ এড়াতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত