ঢামেক প্রতিনিধি
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিকের মধ্যে এক জন মারা গেছেন। তার নাম রবিউল ইসলাম (১৯)।
আজ রোববার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিলো। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।
এরআগে গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল মিলে এই ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন শ্রমিক রবিউল ইসলাম (১৯), শাহ আলম (৩৫) ও মাজহারুল ইসলাম (৩৭) ও আমিরুল ইসলাম (৩৫)।
স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে তিনি খবর পান, স্টিল মিলের ভেতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
রবিউলের বাড়ি বরগুনার সদর উপজেলা পটকাখালি গ্রামে। তার বাবা মো. সিদ্দিক বলেন, ‘ভোরে তিনি দুর্ঘটনার খবর পান। তবে হরতালের কারণে গ্রাম থেকে ছেলের লাশ নিতে আসতে পারেননি। কারখানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন বলা তাকে জানানো হয়েছে।’
এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিকের মধ্যে এক জন মারা গেছেন। তার নাম রবিউল ইসলাম (১৯)।
আজ রোববার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিলো। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।
এরআগে গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল মিলে এই ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন শ্রমিক রবিউল ইসলাম (১৯), শাহ আলম (৩৫) ও মাজহারুল ইসলাম (৩৭) ও আমিরুল ইসলাম (৩৫)।
স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে তিনি খবর পান, স্টিল মিলের ভেতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
রবিউলের বাড়ি বরগুনার সদর উপজেলা পটকাখালি গ্রামে। তার বাবা মো. সিদ্দিক বলেন, ‘ভোরে তিনি দুর্ঘটনার খবর পান। তবে হরতালের কারণে গ্রাম থেকে ছেলের লাশ নিতে আসতে পারেননি। কারখানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন বলা তাকে জানানো হয়েছে।’
এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।
মুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যার পর লাশ গুম করার অপরাধে অপর একটি ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে
২ মিনিট আগেসিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে সিলেট আদালতে আনা হলে কোম্পানীগঞ্জ ভূমি অফিসের দায়ের করা বালু-পাথর চুরির দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
২২ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রায় ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জেটি রোড এলাকায় নাথ সম্প্রদায়ের শ্মশানঘাট থেকে অজগরটি উদ্ধার করে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
২৬ মিনিট আগেমাজার ও ধর্মীয় স্থাপনায় যারা পাথর নিক্ষেপ করে, তারা কালপ্রিট—তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
২৮ মিনিট আগে