Ajker Patrika

মহাখালী বাস টার্মিনাল যাবে মেট্রোরেলের উত্তরা অংশের শেষ প্রান্তে: মেয়র আতিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭: ৩৭
মহাখালী বাস টার্মিনাল যাবে মেট্রোরেলের উত্তরা অংশের শেষ প্রান্তে: মেয়র আতিক 

ঢাকার মধ্যে কোনো আন্তজেলা বাস টার্মিনাল ও বাস থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, মহাখালী থেকে বাস টার্মিনাল সরিয়ে উত্তরায় নেওয়া হবে। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেলের অগ্রগতি নিয়ে অনুষ্ঠানে এসে তিনি এ তথ্য জানান।

মেয়র আতিক বলেন, ঢাকার মধ্য থেকে মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। মেট্রোরেলের উত্তরা অংশের শেষ স্টেশন থেকে ৮০০ মিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে আন্তজেলা বাসের জন্য টার্মিনাল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, গাবতলী বাস টার্মিনালও সরিয়ে হেমায়েতপুরে নেওয়া হবে। সেখানে মেট্রোরেল-৫-এর শেষ স্টেশন থাকবে। মানুষ শহরের মধ্যে শুধু নগর পরিবহন ও মেট্রোরেল দিয়ে চলাচল করবে।

এ সময় মেট্রোরেলের নিচে পিলারে পোস্টার না লাগানোর অনুরোধ করেন মেয়র। একই সঙ্গে তিনি পোস্টার লাগালে আইনত অপরাধ হবে বলেও উল্লেখ করেন। গতকাল শনিবার বৃষ্টিতে ঢাকায় পানি জমেনি উল্লেখ করে মেয়র বলেন, খাল দখল করা যাবে না, খালের পাড় দখল করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত