Ajker Patrika

আলেশা মার্ট চেয়ারম্যানের বিরুদ্ধে আরও এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলেশা মার্ট চেয়ারম্যানের বিরুদ্ধে আরও এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

চেক প্রতারণার অভিযোগে দায়ের করা আরও এক মামলায় অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ পরোয়ানা জারি করেন।

একই সঙ্গে আগামী ২৭ মার্চ গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। এর আগেও বেশ কয়েকটি মামলায় আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তোফাজ্জল হোসেন নামের একজন বেসরকারি চাকরিজীবী গত বছরের ২২ আগস্ট চেক প্রতারণার মামলাটি করেন। আদালত মঞ্জুরুলকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু আদালতে হাজির না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন জানান, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে প্রতারণার আরও মামলা থাকলেও কোনো মামলায় তিনি হাজির হচ্ছেন না।

ঘটনার বিবরণে জানা যায়, তোফাজ্জল হোসেন আলেশা মার্ট অনলাইন থেকে একটি মোটরসাইকেল কেনেন। তবে যথাসময়ে তাঁকে মোটরসাইকেল সরবরাহ করা হয়নি। পরে আলেশা মার্ট কর্তৃপক্ষ মোটরসাইকেলের দাম বাবদ দেওয়া এক লাখ ৬৩ হাজার টাকার একটি ফিরতি চেক দেন। কিন্তু নির্দিষ্ট তারিখে আসামির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় পরবর্তী সময়ে বাদী আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল অথবা চেকের টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপরও আসামি বাদীকে পাওনা টাকা ফেরত না দেওয়ায় আদালতে মামলা করেন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত