Ajker Patrika

আড়াইহাজারে ট্রাকচাপায় পৌর কর্মচারী নিহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আড়াইহাজারে ট্রাকচাপায় পৌর কর্মচারী নিহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় ফারুক হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার পৌর এলাকার মদনপুর-নরসিংদী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। 

নিহত ফারুক হোসেন উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে এবং আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে ফারুক বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নরসিংদীগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে একটি গাছের সঙ্গে চাপা দেয়। গাড়ি ও গাছের মাঝখানে পড়ে তার মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাড়ি সরিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরেই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ বিক্ষোভ করে। এতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। আগুন ধরিয়ে দেওয়া হয় ওই ট্রাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং সড়কে যানবাহন চলাচল শুরু হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন ধরিয়ে দেওয়া গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে ৷ গাড়ির চালক পলাতক রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত