Ajker Patrika

টুঙ্গিপাড়ায় ২৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাইসহ মোট ২৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গজালিয়া গ্রামের তাহিন শেখ (২৬) ও গিমাডাঙ্গা গ্রামের হামিম শেখ (২৩)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আজিম বাজারসংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি খোরশেদ আলম বলেন, গতকাল রাতে গিমাডাঙ্গা আজিম বাজার এলাকার নিয়ামুলের বাড়িতে বিভিন্ন মামলার আসামি তাহিন শেখ ও হামিম শেখের অবস্থানের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থানায় অপহরণ, নারীদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, ডাকাতি, ছিনতাইসহ তাহিন শেখের নামে ১৫টি ও হামিম শেখের নামে ১২টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...