Ajker Patrika

পরকীয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা, যুবক আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
পরকীয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা, যুবক আটক

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরেই পরকীয়া প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এক যুবক। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সেই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। হত্যার পর রক্তাক্ত ছুরি নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন তিনি। পরে র‍্যাব এসে তাঁকে আটক করে। 

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহাগ মিয়ার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। 

নিহত সুমাইয়া আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার মাসুদ রানার স্ত্রী। এই দম্পতির আড়াই বছরের এক মেয়ে সন্তান রয়েছে। তারা তিনজনই ওই বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করে আসছিলেন। নিহতের স্বামী মাসুদ রানা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

গ্রেপ্তার শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একই বাসায় পাশের রুমেই ভাড়া থাকতেন। পেশায় পোশাক শ্রমিক। 

বাড়ির মালিকের স্ত্রী আয়েশা আজকের পত্রিকাকে জানান, সুমাইয়ার মেয়ের কান্না শুনে ঘর থেকে বের হয়ে দেখেন হাতে রক্ত মাখানো অবস্থাতেই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল শহিদুল ইসলাম। 

বাড়ির অন্য রুমের ভাড়াটিয়া মো. সবুজ বলেন, ‘বাড়ির মালিক ডাকলে আমি রুম থেকে বের হয়ে ওই রুমে গিয়ে দেখি নারীকে চাকু দিয়ে গলা কেটেছে। আর ওই লোক চাকু নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পরে আমি বাইরে গিয়ে আরও কয়েকজনকে ডেকে এনে পুলিশে খবর দেই।’ 

ভাড়াটিয়া সবুজের স্ত্রী মেরিনা বলেন, ‘বাড়িওয়ালির ডাকে আমরা ঘর থেকে বের হয়ে দেখি শহিদুল সিঁড়ির ওপর ছুরি হাতে দাঁড়িয়ে আছে। তাও আমি সাহস করে ঘুরে ঢুকে দেখি সুমাইয়ার পুরো শরীরে রক্ত। শহিদুল আমাকে বলছিল, ভাবি মারিয়ামকে (সুমাইয়ার মেয়ে) সামলান, মারিয়ামের মা আর নেই। পরে আমার স্বামী আরও লোকজনকে ডেকে নিয়ে আসে।’ 

র‍্যাব জানায়, এক বছর ধরে একই বাসায় পাশাপাশি রুমে ভাড়া থাকার সুবাদে সুমাইয়া আক্তারের সঙ্গে বিদ্যুৎ এর পরিচিত। পরিচয়ের পর থেকেই সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিদ্যুৎ। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজ মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে সুমাইয়ার গলায় আঘাত করে। এতে অচেতন হয়ে পরলে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। 

র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, শহিদুল ইসলাম বিদ্যুৎকে আটক করা হয়েছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। 

নিহতের স্বামী মাসুদ রানা বাদী হয়ে এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত