নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষাটোর্ধ্ব হনুফা বেগম দীর্ঘক্ষণ ধরে ইভিএমে আঙুলের ছাপ দিয়েই যাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কোনোভাবেই ভোট নিতে না পেরে তাঁকে আবার আসার অনুরোধ করে ফিরিয়ে দেন ভোটকক্ষের দায়িত্বরত কর্মকর্তা। কারণ, এর মধ্যেই আধা ঘণ্টা পার হয়ে গেছে, ভোট দিতে আসা নারীদের সারিও দীর্ঘতর হচ্ছে।
এমন পরিস্থিতিতে বিরক্ত প্রকাশ করে হনুফা বেগম বলেন, ‘আবার কহন আইব? আমি একটা বয়স্ক মানুষ।’
এই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. এ কে এম ফজলুল হক বলেন, অনেক বয়স্ক নারী ভোটার চোখে দেখেন কম, এ জন্য সঠিক জায়গায় তাঁরা চাপ দিতে পারছেন না। বারবার বুঝিয়ে দিলেও জড়তার কারণে তাঁরা সেগুলো বোঝেন না। অনেকের তো আঙুলের চাপই নিচ্ছে না মেশিন। তাঁদের কয়েকবার করে ভ্যাসলিন মাখিয়েও কাজ হচ্ছে না। এজন্য দেরি হচ্ছে। অন্য কোনো কারণ নেই।
বেলা সাড়ে ১১টায় এমন চিত্র দেখা যায় জয়দেবপুর নীলেরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের নারী ভোটারদের জন্য নির্ধারিত চারটি কক্ষেই।
ভোট নিতে এমন ধীরগতির কারণে সঠিক সময়ে ভোট শেষ করার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ৮ নম্বর কক্ষে কাউন্সিলর পদপ্রার্থীর এজেন্ট মোছা. আসুফা আকতার। তিনি বলেন, ‘আমাদের এখানে বয়স্ক নারী ভোটারদের ভোট দিতে সময় লাগছে অনেক। কম করে আধা ঘণ্টা লাগছে। এভাবে ভোট নিলে তো সঠিক সময়ে ভোট শেষ হবে না। আমরা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বারবার অভিযোগ জানিয়েছি। তাঁদের বলেছি, একজন মানুষ বুথে রেখে দিলে এই সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু তাঁরা আমাদের কথা আমলে নিচ্ছেন না।’
ভোট গ্রহণের এই ধীরগতির কারণে অনেকেই প্রখর রোদের মধ্যে দুই-আড়াই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। এমন একজন রাহেলা খাতুন। তিনি বলেন, ‘সকাল ৯টা ২৫ মিনিটে আইসা লাইনে খাড়াইছি। এহন বাজে সাড়ে ১১টা। আমি ভোট দেওয়ার লাইগা এহনো ঘরের (ভোট কক্ষের) দুয়ারে যাইতে পারি নাই। গরমে অবস্থা খারাপ হয়া যাইতাছে।’
আখি রানী মণ্ডল নামে আরেক নারীও একই রকম অভিজ্ঞতার কথা জানালেন। তিনি বলেন, ‘আর খাড়ায়া থাকতে পারতাছি না। এমনে হইলে কেমনে কী!’
অনেকেই দাঁড়িয়ে থাকতে না পেরে কেন্দ্রের মাঠে ছায়ার মধ্যে বসে পড়েছেন। তাঁদের একজন নীলেরপাড়া এলাকার বাসিন্দা হাসি বেগম। তিনি বলেন, ‘রোদ অনেক। লাইন আগাচ্ছে না। এখনো সামনে অনেক মানুষ। আর বেশি দেরি হইলে চইলা যাব।’
এ বিষয়ে নীলেরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, বয়স্ক নারীদের ইভিএম মেশিনের মতো কারিগরি বিষয়ে জ্ঞান কিছুটা কম। তাঁদের ভোট দিতে সময় বেশি লাগছে ৷ আঙুলের ছাপ মেলাতেও সময় যাচ্ছে। তবে লাইনে দাঁড়িয়ে যাতে কষ্ট না হয়, সে জন্য বয়স্ক নারীদের আগে সুযোগ দেওয়া হচ্ছে।
এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯৯ জন। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৬৫৪টি। অর্থাৎ, ভোট গ্রহণ শুরুর চার ঘণ্টা পরে এই কেন্দ্রে ২৫ শতাংশ ভোট পড়েছে। তবে নারীদের ভোটের হার কম। এই কেন্দ্রে প্রথম চার ঘণ্টায় নারীদের ভোটের হার ২০ শতাংশ। বিপরীতে পুরুষদের ভোটের হার ৩০ শতাংশ।
ষাটোর্ধ্ব হনুফা বেগম দীর্ঘক্ষণ ধরে ইভিএমে আঙুলের ছাপ দিয়েই যাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কোনোভাবেই ভোট নিতে না পেরে তাঁকে আবার আসার অনুরোধ করে ফিরিয়ে দেন ভোটকক্ষের দায়িত্বরত কর্মকর্তা। কারণ, এর মধ্যেই আধা ঘণ্টা পার হয়ে গেছে, ভোট দিতে আসা নারীদের সারিও দীর্ঘতর হচ্ছে।
এমন পরিস্থিতিতে বিরক্ত প্রকাশ করে হনুফা বেগম বলেন, ‘আবার কহন আইব? আমি একটা বয়স্ক মানুষ।’
এই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. এ কে এম ফজলুল হক বলেন, অনেক বয়স্ক নারী ভোটার চোখে দেখেন কম, এ জন্য সঠিক জায়গায় তাঁরা চাপ দিতে পারছেন না। বারবার বুঝিয়ে দিলেও জড়তার কারণে তাঁরা সেগুলো বোঝেন না। অনেকের তো আঙুলের চাপই নিচ্ছে না মেশিন। তাঁদের কয়েকবার করে ভ্যাসলিন মাখিয়েও কাজ হচ্ছে না। এজন্য দেরি হচ্ছে। অন্য কোনো কারণ নেই।
বেলা সাড়ে ১১টায় এমন চিত্র দেখা যায় জয়দেবপুর নীলেরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের নারী ভোটারদের জন্য নির্ধারিত চারটি কক্ষেই।
ভোট নিতে এমন ধীরগতির কারণে সঠিক সময়ে ভোট শেষ করার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ৮ নম্বর কক্ষে কাউন্সিলর পদপ্রার্থীর এজেন্ট মোছা. আসুফা আকতার। তিনি বলেন, ‘আমাদের এখানে বয়স্ক নারী ভোটারদের ভোট দিতে সময় লাগছে অনেক। কম করে আধা ঘণ্টা লাগছে। এভাবে ভোট নিলে তো সঠিক সময়ে ভোট শেষ হবে না। আমরা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বারবার অভিযোগ জানিয়েছি। তাঁদের বলেছি, একজন মানুষ বুথে রেখে দিলে এই সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু তাঁরা আমাদের কথা আমলে নিচ্ছেন না।’
ভোট গ্রহণের এই ধীরগতির কারণে অনেকেই প্রখর রোদের মধ্যে দুই-আড়াই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। এমন একজন রাহেলা খাতুন। তিনি বলেন, ‘সকাল ৯টা ২৫ মিনিটে আইসা লাইনে খাড়াইছি। এহন বাজে সাড়ে ১১টা। আমি ভোট দেওয়ার লাইগা এহনো ঘরের (ভোট কক্ষের) দুয়ারে যাইতে পারি নাই। গরমে অবস্থা খারাপ হয়া যাইতাছে।’
আখি রানী মণ্ডল নামে আরেক নারীও একই রকম অভিজ্ঞতার কথা জানালেন। তিনি বলেন, ‘আর খাড়ায়া থাকতে পারতাছি না। এমনে হইলে কেমনে কী!’
অনেকেই দাঁড়িয়ে থাকতে না পেরে কেন্দ্রের মাঠে ছায়ার মধ্যে বসে পড়েছেন। তাঁদের একজন নীলেরপাড়া এলাকার বাসিন্দা হাসি বেগম। তিনি বলেন, ‘রোদ অনেক। লাইন আগাচ্ছে না। এখনো সামনে অনেক মানুষ। আর বেশি দেরি হইলে চইলা যাব।’
এ বিষয়ে নীলেরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, বয়স্ক নারীদের ইভিএম মেশিনের মতো কারিগরি বিষয়ে জ্ঞান কিছুটা কম। তাঁদের ভোট দিতে সময় বেশি লাগছে ৷ আঙুলের ছাপ মেলাতেও সময় যাচ্ছে। তবে লাইনে দাঁড়িয়ে যাতে কষ্ট না হয়, সে জন্য বয়স্ক নারীদের আগে সুযোগ দেওয়া হচ্ছে।
এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯৯ জন। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৬৫৪টি। অর্থাৎ, ভোট গ্রহণ শুরুর চার ঘণ্টা পরে এই কেন্দ্রে ২৫ শতাংশ ভোট পড়েছে। তবে নারীদের ভোটের হার কম। এই কেন্দ্রে প্রথম চার ঘণ্টায় নারীদের ভোটের হার ২০ শতাংশ। বিপরীতে পুরুষদের ভোটের হার ৩০ শতাংশ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৯ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৫ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৮ মিনিট আগে