Ajker Patrika

দুই এনজিওর বিরুদ্ধে গ্রাহকদের সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
সম্প্রতি এনজিও দুটির চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাশকে উপজেলা পরিষদের হলরুমের সামনে দড়ি দিয়ে বেঁধে রাখেন গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা
সম্প্রতি এনজিও দুটির চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাশকে উপজেলা পরিষদের হলরুমের সামনে দড়ি দিয়ে বেঁধে রাখেন গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দুটি এনজিও খুলে গ্রাহকদের প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার ‘গ্রামের আলো’ ও ‘গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সমবায় সমিতি’ নামে দুটি এনজিওতে গ্রামের নারী-পুরুষেরা দীর্ঘদিন ধরে টাকা জমিয়েছে। এখন প্রায় এক বছর ধরে এনজিও দুটি বন্ধ রয়েছে। গ্রাহকেরা বারবার ঘুরেও তাঁদের অর্থ ফেরত পাচ্ছেন না।

সম্প্রতি কয়েক শ ভুক্তভোগী গ্রাহক দুটি সংস্থার চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাশকে উপজেলা পরিষদের হলরুমের সামনে রশি দিয়ে বেঁধে রাখেন। আমানতকারীরা টাকা ফেরতের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় জগন্নাথের অন্য সহযোগীরা কৌশলে পালিয়ে যান। একপর্যায়ে সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে শিবালয় থানায় জগন্নাথকে হস্তান্তর করা হয়।

জানা গেছে, এনজিও দুটির নেতৃত্বে থাকা জগন্নাথ চন্দ্র দাস ও তাঁর সহযোগীরা ২০০৬ ও ২০১১ সালে জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে কার্যক্রম শুরু করেন। নানা প্রলোভন ও মুনাফার আশ্বাস দিয়ে প্রায় ৪০০ জন গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেন তাঁরা। কিন্তু নির্দিষ্ট সময়ে আমানত ফেরত না দিয়ে টালবাহানা করতে শুরু করেন তাঁরা। এমনকি গ্রাহকদের হুমকি-ধমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী স্থানীয় শিবরামপুর গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে শওকত হোসেন সাকিম (৫৬) বাদী হয়ে গত মঙ্গলবার এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জগন্নাথ চন্দ্র দাস ছাড়াও আসামি করা হয়েছে গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা মো. আলম হোসেন (৪৪), মো. রজব আলী (৪০), ফলসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী (৪০), জগন্নাথের স্ত্রী সুমা রানী দাস (৩২), বাবা বলাই চন্দ্র দাস (৬০) ও ভাই গোপী নাথ দাসকে (৩৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবালয় থানার এসআই অসীম মণ্ডল জানান, প্রধান আসামিকে ভুক্তভোগী আমানতকারীরা পুলিশে সোপর্দ করেছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার টেপড়া এলাকায় এক যুগ আগে জগন্নাথ দাস, আলম হোসেন, রজ্জব আলী, স্থানীয় ফলসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী মাস্টারের যৌথ পরিচালনায় গ্রামের আলো ও গ্রামের উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এনজিও দুটি ঋণ, সঞ্চয়পত্র, জামানতসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ শুরু করেন। নির্দিষ্ট সময় পার হলে গ্রাহকদের টাকা ফেরত দিতে গড়িমসি করতে থাকেন তাঁরা। পরবর্তীকালে এনজিওর কার্যক্রম বন্ধ করে তাঁরা গা ঢাকা দেন। গ্রাহকেরা মামলা করলেও এনজিওর মালিকেরা জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরতে থাকেন।

ভুক্তভোগী আমানতকারী শওকত হোসেন সাকিম, আব্দুর রাশিদ, সামেলা, রিজিয়া বলেন, ‘আমানতের লভ্যাংশ দূরের কথা, আমাদের মূল টাকাও ফেরত দেননি। আমাদের কষ্টে অর্জিত টাকা হারিয়ে এখন সবাই সর্বস্বান্ত হয়ে গেছি। মামলা দিয়েও টাকা ফেরত পাইনি। মালিকেরা জামিন নিয়ে ঘুরছেন। এ কারণে এনজিওর চেয়ারম্যান জগন্নাথ দাসকে আমরা বেঁধে রাখি। এ টাকা ফেরত না পেলে আমাদের সবাইকে পথে বসতে হবে।’

আজ শনিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, সঠিক আইন প্রয়োগ ও কঠোর নজরদারি থাকলে এত বড় প্রতারণা ঘটত না। মানুষেরও সচেতনতার অভাব আছে। এই সুযোগটাই নিচ্ছে চক্রগুলো।

স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার আমানত এনজিও দুটি সংগ্রহ করে। এখন মেয়াদ শেষ হলেও টাকা ফেরত দিচ্ছে না। ভুক্তভোগী গ্রাহকেরা প্রতিদিন আমার কাছে কান্নাকাটি করে টাকা ফেরত পাওয়ার জন্য। স্থানীয় জগন্নাথ দাশ, আলম, রজ্জব ও মোহাম্মদ মাস্টার এনজিওগুলো পরিচালনা করত। এদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।’

এ ব্যাপারে আজ শনিবার শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি, যাতে গ্রাহকেরা তাঁদের আমানত ফেরত পান। ঘটনার পর জেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌসী।’ তিনি বলেন, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে সমবায় সংস্থার নিবন্ধনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত