ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসক ও আয়ানের বাবা শামীম আহমেদ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) উপস্থিত হন।
আজ বুধবার দুপুরে বিএমডিসির শৃঙ্খলা কমিটি সরাসরি শামীম আহমেদ, ডা. তাসনুবা মেহজাবিন ও ডা. সাঈদ সাব্বিরের বক্তব্য শুনেন।
শুনানির পর আয়ানের বাবা শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলও মামলার কোনো অগ্রগতি নেই। ন্যায়বিচার পাওয়া নিয়েই সন্দেহ। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। হাসপাতালের পরিচালকসহ কাউকেই গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করতে বিএমডিসিতে আবেদন করেছিলাম। বিএমডিসি ঘটনার বিবরণ শুনতে ডেকেছে। আমরা বিবরণ দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের দাবি এই দুই চিকিৎসকের সনদ বাতিলসহ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক। মামলা তুলে নিতে আসামিরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায় দাঁড়িয়েছি যে ঠিকমতো বাসায় থাকতে পারছি না।
এ প্রসঙ্গে বিএমডিসি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আয়ানের বাবা এবং ওই চিকিৎসকদের বক্তব্য শুনেছি। এখন আমাদের আরও কিছু কাগজপত্র প্রয়োজন। আর সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানা প্রয়োজন। মতামত, সংশ্লিষ্ট হাসপাতালের কাগজপত্র ও অভিযোগকারী এবং দুই চিকিৎসকের বক্তব্যসহ সব মিলিয়ে আমাদের সিদ্ধান্ত দেব।
জানা গেছে, গত ৭ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যু হয়। এর আগে তাকে বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করানোর জন্য নেওয়া হয়েছিল। সেখানে অজ্ঞান করার পর তার আর জ্ঞান ফেরেনি।
এরপর সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আনা হয়। টানা সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করা হয়।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসক ও আয়ানের বাবা শামীম আহমেদ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) উপস্থিত হন।
আজ বুধবার দুপুরে বিএমডিসির শৃঙ্খলা কমিটি সরাসরি শামীম আহমেদ, ডা. তাসনুবা মেহজাবিন ও ডা. সাঈদ সাব্বিরের বক্তব্য শুনেন।
শুনানির পর আয়ানের বাবা শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলও মামলার কোনো অগ্রগতি নেই। ন্যায়বিচার পাওয়া নিয়েই সন্দেহ। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। হাসপাতালের পরিচালকসহ কাউকেই গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত দুই চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করতে বিএমডিসিতে আবেদন করেছিলাম। বিএমডিসি ঘটনার বিবরণ শুনতে ডেকেছে। আমরা বিবরণ দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের দাবি এই দুই চিকিৎসকের সনদ বাতিলসহ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক। মামলা তুলে নিতে আসামিরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায় দাঁড়িয়েছি যে ঠিকমতো বাসায় থাকতে পারছি না।
এ প্রসঙ্গে বিএমডিসি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আয়ানের বাবা এবং ওই চিকিৎসকদের বক্তব্য শুনেছি। এখন আমাদের আরও কিছু কাগজপত্র প্রয়োজন। আর সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানা প্রয়োজন। মতামত, সংশ্লিষ্ট হাসপাতালের কাগজপত্র ও অভিযোগকারী এবং দুই চিকিৎসকের বক্তব্যসহ সব মিলিয়ে আমাদের সিদ্ধান্ত দেব।
জানা গেছে, গত ৭ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যু হয়। এর আগে তাকে বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করানোর জন্য নেওয়া হয়েছিল। সেখানে অজ্ঞান করার পর তার আর জ্ঞান ফেরেনি।
এরপর সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আনা হয়। টানা সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করা হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৫ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৪ মিনিট আগে