Ajker Patrika

কোরবানির গো-খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান, গ্রেপ্তার ৩ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
কোরবানির গো-খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান, গ্রেপ্তার ৩ 

রাজধানীর উত্তরায় কোরবানির গরুর খাদ্যের অন্তরালে ফেনসিডিল চোরাচালান করতে গিয়ে র‍্যাব-১ এর হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ৩৯৯ বোতল বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ নগদ ৩ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-সেলিম রানা (৩২), জাহিদুল ইসলাম (৪৩) এবং বাবুল হোসেন (৪৩)। 

আজ শনিবার র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এএসপি নোমান আহমদ বলেন, ‘গ্রেপ্তাররা কুষ্টিয়া সদরের খাজানগর এলাকা থেকে গো-খাদ্য ধানের কুড়ার মধ্যে অত্যন্ত সু-কৌশলে লুকিয়ে এসব ফেনসিডিল পাচারের চেষ্টা করেছিল।’

এএসপি নোমান আহমদ আরও বলেন, ‘গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন অভিনব কৌশলে মাদক চোরাচালান করে আসছিল। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত