Ajker Patrika

ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিতে গিয়ে ছাত্রলীগের পিটুনি খেল ছাত্রদল

জবি প্রতিনিধি
ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিতে গিয়ে ছাত্রলীগের পিটুনি খেল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিতে গিয়ে ছাত্রলীগের পিটুনি খেয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা। এ ঘটনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থীসহ দুজন আহত হয়েছেন। আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন গেটের সামনে এ হামলা হয়। 

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে নেতা–কর্মীরা ভর্তি পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় ছাত্রলীগকর্মী মফিজুর রহমান হামিম, নাজমুল হাসান মুন্না, শেখ রাসেল, মেহেদী হাসান, নওশের বিন আলম ডেভিডসহ কয়েকজন ছাত্রদল নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হন ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল এবং শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন। 

হামলার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রসংগঠন হিসেবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমরা যখন শিক্ষার্থীদের মাস্ক, কলম ও ফুল দিয়ে সম্ভাষণ জানাচ্ছিলাম, তখন ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। এই হামলা প্রমাণ করে ছাত্রলীগ কখনো শিক্ষার্থীবান্ধব ছিল না। 

শাখা ছাত্রলীগ নেতা মফিজুর রহমান হামিম বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটে কিছু অছাত্র ছাত্রদলের নেতা কর্মীরা শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটায়। আমরা তাঁদের সরে যেতে বললে হাতাহাতির ঘটনা ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত