Ajker Patrika

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর নাম আব্দুল হালিম রাঢ়ি (৬৮)। আজ বুধবার বিকেল ৪টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘাটে। গুরুতর অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত আব্দুল হালিমকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও রেলস্টেশনের কর্মচারী পরিচয় দেওয়া মো. শাহজাহান মিয়া জানান, বিকেলে তেজগাঁও রেলস্টেশনের দক্ষিণ পাশে জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। দেখতে পেয়ে স্টেশন মাস্টার আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আব্দুল হালিমের ছেলে হাফিজুর রহমান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার গৌড়নদী উপজেলার বাহাদুরপুর গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া এলাকায় থাকেন তাঁরা। সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়েছিলেন তাঁর বাবা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নিহতের সঙ্গে থাকা মোবাইল থেকে স্বজনদের ফোন করে তাঁর নাম পরিচয় জানা গেছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা–পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত