উত্তরা (ঢাকা) প্রতিনিধি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত চার যাত্রীর পরিহিত পোশাক থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) এবং খোরশেদ আলম (৪২) নামের ওই চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরের গ্রিণ চ্যানেল এলাকায় থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মধ্যরাতে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর এসব তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া ওই যাত্রীদের মধ্যে জুয়েল হোসেন পটুয়াখালীর, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের তরল স্বর্ণ, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন।
এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এপিবিএন ও কাস্টমসের যৌথ অভিযানে দুবাই থেকে চার যাত্রীকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫৫ মিনিটে অবতরণ করেছিলেন।
জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় এবং যাত্রীদের আচরণে সন্দেহ হওয়ায় তাদেরকে সকল সংস্থার সামনে অধিকতর তল্লাশির করা হয়। একপর্যায়ে তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের ১টি করে গোল্ড বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়।
জিয়াউল হক বলেন, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত চার যাত্রীর পরিহিত পোশাক থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) এবং খোরশেদ আলম (৪২) নামের ওই চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরের গ্রিণ চ্যানেল এলাকায় থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মধ্যরাতে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর এসব তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া ওই যাত্রীদের মধ্যে জুয়েল হোসেন পটুয়াখালীর, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের তরল স্বর্ণ, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন।
এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এপিবিএন ও কাস্টমসের যৌথ অভিযানে দুবাই থেকে চার যাত্রীকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫৫ মিনিটে অবতরণ করেছিলেন।
জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় এবং যাত্রীদের আচরণে সন্দেহ হওয়ায় তাদেরকে সকল সংস্থার সামনে অধিকতর তল্লাশির করা হয়। একপর্যায়ে তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের ১টি করে গোল্ড বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়।
জিয়াউল হক বলেন, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১০ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে