Ajker Patrika

দেশে ডাকাতি-চাঁদাবাজি হচ্ছে, এ জন্য জীবন দেয়নি মানুষ: মুফতি ফয়জুল করিম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 
রায়পুরায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ। ছবি: আজকের পত্রিকা
রায়পুরায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘দেশে এখনো ব্যাপক ডাকাতি, চাঁদাবাজি হচ্ছে। চোর-ডাকাতে গোটা দেশটা ভরে গেছে। এ জন্য জীবন দেয়নি মানুষ। এর জন্য আন্দোলন করেনি, সংগ্রাম করেনি মানুষ। আদর্শবান-নীতিমান মানুষ ক্ষমতায় না আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।’

আজ বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরায় ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ৫ আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ভেবেছিলাম দেশে অত্যাচার, চাঁদাবাজ, দুর্নীতি, মিথ্যা মামলা, ডাকাতি থাকবে না।

কিন্তু কী দেখলাম? চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। ব্যক্তি পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি-আদর্শ পরিবর্তন হয়নি। তাই নেতা নয়, নীতির পরিবর্তন চাই।’

মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, জেলা সেক্রেটারি মুসা বিন কাসিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত