উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক প্রবাসী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মজিবর রহমান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর ১ নম্বর এপিবিএনের গেটের সামনে থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।
প্রবাসী মজিবর রহমানের কাছ থেকে চারটি সোনার বার ও দুটি চুড়ি জব্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে ৫১৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সৌদি আরবের দাম্মাম থেকে প্রবাসী মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এপিবিএন অফিসে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান অস্বীকার করলেও পরবর্তীকালে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার কথা স্বীকার করেন।
জিয়াউল হক বলেন, পরে যাত্রী তাঁর মোজার ভেতর থেকে চার পিস সোনার বার বের করে দেন, যার ওজন ৪৬৪ গ্রাম। আর তাঁর লাগেজের ভেতর থেকে আরও ৫৩ গ্রাম অলংকার বের করে দেন, যার বাজারমূল্য প্রায় প্রায় ৬০ লাখ টাকা।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক প্রবাসী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মজিবর রহমান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর ১ নম্বর এপিবিএনের গেটের সামনে থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।
প্রবাসী মজিবর রহমানের কাছ থেকে চারটি সোনার বার ও দুটি চুড়ি জব্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে ৫১৭ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সৌদি আরবের দাম্মাম থেকে প্রবাসী মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এপিবিএন অফিসে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমান অস্বীকার করলেও পরবর্তীকালে বিশদ জিজ্ঞাসাবাদে সোনা থাকার কথা স্বীকার করেন।
জিয়াউল হক বলেন, পরে যাত্রী তাঁর মোজার ভেতর থেকে চার পিস সোনার বার বের করে দেন, যার ওজন ৪৬৪ গ্রাম। আর তাঁর লাগেজের ভেতর থেকে আরও ৫৩ গ্রাম অলংকার বের করে দেন, যার বাজারমূল্য প্রায় প্রায় ৬০ লাখ টাকা।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে