নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিপুর শেখবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতেরা হলেন—মো. আব্দুস সালাম মন্ডল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া (২৭), পুতুল (২৫), মেহেজাবিন (৭)।
আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, ‘সারা রাত বিদ্যুতের সংযোগ থাকা চার্জার ফ্যানে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মশারির সঙ্গে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন একই পরিবারের পাঁচজন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বার্ন ইউনিটে নিয়ে আসি। ডাক্তার বললেন, সবার অবস্থাই গুরুতর।’
আব্দুস সালাম মন্ডলে শরীর ৫০, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানায় হাসপাতাল সূত্র।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, একই পরিবারের দগ্ধ হওয়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন বলেন, আহতেরা সবাই একই ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে ফ্যান গরম হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন লেগে গেলে দগ্ধ হন তাঁরা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিপুর শেখবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতেরা হলেন—মো. আব্দুস সালাম মন্ডল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া (২৭), পুতুল (২৫), মেহেজাবিন (৭)।
আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, ‘সারা রাত বিদ্যুতের সংযোগ থাকা চার্জার ফ্যানে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মশারির সঙ্গে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন একই পরিবারের পাঁচজন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বার্ন ইউনিটে নিয়ে আসি। ডাক্তার বললেন, সবার অবস্থাই গুরুতর।’
আব্দুস সালাম মন্ডলে শরীর ৫০, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানায় হাসপাতাল সূত্র।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, একই পরিবারের দগ্ধ হওয়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন বলেন, আহতেরা সবাই একই ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে ফ্যান গরম হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন লেগে গেলে দগ্ধ হন তাঁরা।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে