নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের সাজ্জাদ হোসেন ওরফে অপু (২২) ও কিশোরগঞ্জের তারেক মিয়া (১৯)।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, গত ৩০ মার্চ আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তাঁর তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের কাছ থেকে ‘আনসার আল ইসলাম’র বিভিন্ন ধরনের পাঁচটি উগ্রবাদী বইসহ বিভিন্ন প্রমাণাদি জব্দ করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। দলটির সক্রিয় সদস্য হিসেবে তিনি অন্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করতেন। পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করার জন্য অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহও করতেন তিনি।
অপর গ্রেপ্তার তারেক মিয়া জানান, তিনি ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামি আইডি ব্যবহার করে ‘আনসার আল ইসলাম’র সদস্যের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সহচরদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান জিয়াউর রহমান।
ঢাকা: রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের সাজ্জাদ হোসেন ওরফে অপু (২২) ও কিশোরগঞ্জের তারেক মিয়া (১৯)।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, গত ৩০ মার্চ আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তাঁর তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের কাছ থেকে ‘আনসার আল ইসলাম’র বিভিন্ন ধরনের পাঁচটি উগ্রবাদী বইসহ বিভিন্ন প্রমাণাদি জব্দ করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। দলটির সক্রিয় সদস্য হিসেবে তিনি অন্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করতেন। পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করার জন্য অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহও করতেন তিনি।
অপর গ্রেপ্তার তারেক মিয়া জানান, তিনি ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামি আইডি ব্যবহার করে ‘আনসার আল ইসলাম’র সদস্যের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সহচরদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান জিয়াউর রহমান।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
৩৫ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
১ ঘণ্টা আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে