Ajker Patrika

প্রবাসী বন্ধুর স্ত্রীর ঘরে যুবকের ঝুলন্ত লাশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক প্রবাসীর স্ত্রীর ঘরে কাউছার হোসেন (২৭) নামের যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আয়েশা বেগমের বসতঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, বুধবার দিবাগত রাতের যে কোনো সময় ওই ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে কাউছার আত্মহত্যার পথ বেছে নেয়। আয়েশা ওই গ্রামের কুয়েতপ্রবাসী মো. লিটনের স্ত্রী। কাউছার একই গ্রামের আব্দুল আলীমের ছেলে।

স্থানীয়রা বলছেন, আয়েশার স্বামী লিটন দীর্ঘদিন ধরে কুয়েতে রয়েছেন। এ সময় লিটনের বন্ধু একই গ্রামের কাউছারের সঙ্গে আয়েশার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্রে প্রায়ই আয়েশার বাড়িতে যাওয়া-আসা করতেন কাউছার।

শেখরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক খোকন বলেন, ‘দুজনের মধ্যেই পরকীয়া ছিল। ধারণা করা হচ্ছে কুপ্রস্তাবে প্রেমিকা রাজি না হওয়ায় প্রেমিক কাউছার আত্মহত্যা করেছেন।’

শেখরনগর তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ওই বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আয়েশা বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এতে জানা গেছে, দুজনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। বুধবার দিবাগত রাত ১টার দিকে কাউছার আয়েশার ঘরে প্রবেশ করেন। এ সময় আয়েশার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান তিনি। এতে আয়শা বেগম রাজি না হওয়ায় পাশের কক্ষে ঢুকে দরজা লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। এ ঘটনায় সিরাজদিখান থানায় অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত