Ajker Patrika

গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন সাহাবুদ্দীন আহমদ: আমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৪: ৩২
গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন সাহাবুদ্দীন আহমদ: আমান

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন সামরিক শাসক এরশাদের পতন হয়েছিল। সেই সময় সরকারের পদত্যাগের পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

সাহাবুদ্দীন আহমদের সেই অবদানের কথা স্মরণ করে তৎকালীন ডাকসুর সহসভাপতি (ভিপি) আমান উল্লাহ আমান বলেছেন, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধারের ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়।

আজ রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে সাহাবুদ্দীন আহমদর জানাজার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ও বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘উনি (সাহাবুদ্দীন আহমদ) প্রধান বিচারপতি ছিলেন। পরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবদান রেখে গেছেন। তিনি এমন এক সময়ে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, যখন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল। আমরা যদি এই ক্ষণজন্মা পুরুষকে না পেতাম, তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি ভিন্ন দিকে যেত।’

আমান উল্লাহ আমান বলেন, ‘কে হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান—এই সিদ্ধান্ত যখন তিন জোট নিতে পারছিল না। ওই সময় ডাকসুর নেতৃত্ব এবং সর্বদলীয় ছাত্র ঐক্য মিলে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খানের বাসা ঘেরাও করা হয়। আর দাবি জানানো হয় এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্ধারণ করতে হবে। সেই সময় বিভিন্ন দল থেকে বিভিন্নজনের নাম এসেছিল, কিন্তু যখন সাহাবুদ্দীন সাহেবের নাম এল, তখন সবাই মেনে নেয়।’

দায়িত্ব পালনে সাহাবুদ্দীন আহমদ নিরপেক্ষতার প্রমাণ রেখেছিলেন উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, ‘দায়িত্ব নেওয়ার পরে তিনি শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন। তাঁর নিরপেক্ষতা দেখে জনগণ মনে করেছিল দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেটিই হয়েছিল। সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল।’

সাহাবুদ্দন আহমদের মতো বিচক্ষণ লোক দেশের প্রয়োজন উল্লেখ করে আমান বলেন, ‘আজকে গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত। এমনি সময়ে তাঁর মতো একজন পুরুষ প্রয়োজন, যাতে করে আরেকটি নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠিত হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত