Ajker Patrika

জাবির নতুন ৬ হলের নাম চূড়ান্ত

জাবি প্রতিনিধি
জাবির নতুন ৬ হলের নাম চূড়ান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে নির্মিত ছয়টি হলের নামকরণ করেছে সিন্ডিকেট। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপাচার্য অধ্যাপক নূরুল আলম সভাপতিত্ব করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সিন্ডিকেট সদস্য। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, ‘সিন্ডিকেট সভায় নবনির্মিত ৬টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের তিনটি হল—১৭,১৮ ও ১৯ নং হলের নামকরণ করা হয়েছে যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল।’ 

তিনি আরও বলেন, ‘ছেলেদের তিনটি হল ২০,২১ ও ২২ নম্বরের যথাক্রমে শহীদ তাজউদ্দীন হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল নামকরণ করা হয়েছে। আর স্পোর্টিং কমপ্লেক্সের নাম রাখা হয়েছে শেখ কামাল স্পোর্টিং কমপ্লেক্স।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত