Ajker Patrika

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৯: ৩৬
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে যুবকের মৃত্যু

রাজধানী মিরপুরের বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে জুবায়ের (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 
 
আজ রোববার বেলা ২টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জুবায়েরের মৃত্যু হয়। 

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেড়িবাঁধে বাস ও যাত্রীবাহী লেগুনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহরাওয়ার্দী হাসপাতালে একজন মারা গেছে। বাকি ছয়জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে দু-একজনের অবস্থা গুরুতর। ঘটনার পরপরই বাস ও লেগুনা জব্দ করেছে পুলিশ। 

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মো. রাসেল জানান, একটি পিকআপ গাড়িতে আহত ব্যক্তিদের সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে একজন মারা গেছে। আর বাকি ছয়জনের মধ্যে তিনজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনের নাম মিলন গাজি (৪৫) আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত