ঢামেক প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আরমান মির্জা (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পাস করেছেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিমানবন্দর টু কাওলা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্র চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিয়ালা গ্রামের আবু সুফিয়ান মির্জার ছেলে। বর্তমানে উত্তরাতে থাকতেন তিনি।
নিহত আরমানের খালা নাজনীন আক্তার জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে কোনো এক গাড়ির ধাক্কায় আরমান গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার প্রবেশপথের বিমানবন্দর উড়াল সেতু থেকে মোটরসাইকেলে নামার পর অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরমান গুরুতর আহত হন। পরে তাঁকে পথচারীরা উদ্ধার করে প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। কিন্তু কোন গাড়ি চাপা দিয়েছে, সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।’
নিহতের বাবাসহ স্বজনেরা থানায় এসেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি তাসলিমা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ওই শিক্ষার্থীকে স্বজনেরা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আরমান মির্জা (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পাস করেছেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিমানবন্দর টু কাওলা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্র চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিয়ালা গ্রামের আবু সুফিয়ান মির্জার ছেলে। বর্তমানে উত্তরাতে থাকতেন তিনি।
নিহত আরমানের খালা নাজনীন আক্তার জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে কোনো এক গাড়ির ধাক্কায় আরমান গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার প্রবেশপথের বিমানবন্দর উড়াল সেতু থেকে মোটরসাইকেলে নামার পর অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরমান গুরুতর আহত হন। পরে তাঁকে পথচারীরা উদ্ধার করে প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। কিন্তু কোন গাড়ি চাপা দিয়েছে, সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।’
নিহতের বাবাসহ স্বজনেরা থানায় এসেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি তাসলিমা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ওই শিক্ষার্থীকে স্বজনেরা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফলবাহী ট্রাকচালক নিজাম উদ্দিনের আশঙ্কা, ‘সকাল ৫টা থেকে আপেল, আঙুর, কমলা লোড করে রোদের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রাখছি। এগুলো পচনশীল পণ্য, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবরোধের কারণে যেতে দিচ্ছেন না, অপেক্ষা করতে বলছেন।’
১৫ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো—ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা...
৩১ মিনিট আগেমুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচরসংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা পাঁচজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো. শরিফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শরিফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মৃত মো. হোসেনের ছেলে।
৩৪ মিনিট আগেবক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপর দিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির...
২ ঘণ্টা আগে