Ajker Patrika

জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক

নিজস্ব প্রতিবেদক
জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক

ঢাকা: স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জেবুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

দুদক কমিশনার বলেন, ‘এতো গরম গরম হলে তো হবে না, উষ্ণতার মধ্যে যদি গরম গরম হাত দেওয়া হয় তাহলে হাত পুড়ে যাবে। একটু ঠাণ্ডা হোক, সুনির্দিষ্ট তথ্য এলে আমরা খতিয়ে দেখব।’

তিনি বলেন, ‘এমনি বললে হবে না। এখানে এত বিঘা ও বিদেশে এত সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবের, এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখব।’

সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রাখা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক নারী তাঁর গলা চেপে ধরছেন। প্রথমদিকে গুঞ্জন ওঠে রোজিনার গলা চেপে ধরা ওই নারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা। পরে অবশ্য জানা যায়, ওই নারী স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের অফিস সহায়ক মাকসুদা সুলতানা পলি। তবে ওই ঘটনায় কাজী জেবুন্নেসাও রোজিনাকে হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছেন রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত