ঢামেক প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে শনির আখড়ায় আবাবিল আদিত্য আল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, আদিত্যর বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার বয়লা গ্রামে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আদিত্য। বর্তমানে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় থাকেন।
রোহান আরও জানান, গত রাতে আদিত্য একটি নম্বর থেকে তাঁকে ফোন করে জানান, শনির আখড়ায় তাঁকে ছিনতাইকারীরা অস্ত্র দিয়ে আঘাত করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এরপর জানতে পারেন, নিজের ওষুধ কেনার জন্য রাতে বাসা থেকে বের হয়ে শনির আখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন আদিত্য। তখন দুই কিশোর তাঁর পথরোধ করে। তাঁর কাছে কী আছে দিতে বলে। প্রথমে দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় পাশ থেকে আরও তিন যুবক এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে থাকা কিছু টাকাও ছিনিয়ে নেয় তারা।
এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই যুবককে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে শনির আখড়ায় আবাবিল আদিত্য আল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, আদিত্যর বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার বয়লা গ্রামে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আদিত্য। বর্তমানে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় থাকেন।
রোহান আরও জানান, গত রাতে আদিত্য একটি নম্বর থেকে তাঁকে ফোন করে জানান, শনির আখড়ায় তাঁকে ছিনতাইকারীরা অস্ত্র দিয়ে আঘাত করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এরপর জানতে পারেন, নিজের ওষুধ কেনার জন্য রাতে বাসা থেকে বের হয়ে শনির আখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন আদিত্য। তখন দুই কিশোর তাঁর পথরোধ করে। তাঁর কাছে কী আছে দিতে বলে। প্রথমে দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় পাশ থেকে আরও তিন যুবক এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে থাকা কিছু টাকাও ছিনিয়ে নেয় তারা।
এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই যুবককে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সকালে এর উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।
১৪ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে আসা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক তুষার হুসাইনকে আটক করা হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন।
৩৮ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে