Ajker Patrika

সাদিক অ্যাগ্রো উচ্ছেদ অভিযান শুরু ২ ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৪: ৩৯
সাদিক অ্যাগ্রো উচ্ছেদ অভিযান শুরু ২ ঘণ্টা পর

পূর্বঘোষিত নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিংয়ে রামচন্দ্রপুর খামার দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো খামার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই অভিযান শুরু হয়। 

গতকাল বুধবার রাতে ডিএনসিসি থেকে জানানো হয়েছিল, আজ সকাল সাড়ে ১০টায় খামারটি উচ্ছেদ করা হবে। কিন্তু দুপুর পৌনে ১২টা পর্যন্ত সাদিক এগ্রোর সামনে সিটি করপোরেশনের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে দেখা যায়নি। 

এদিকে অভিযানের আগে বংশীয় গরু ও দেশের সর্বোচ্চ দামের ছাগলকে জড়িয়ে আলোচনায় আসা সাদিক অ্যাগ্রোর অধিকাংশ গরুই সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, উচ্ছেদের খবরে গতকাল বুধবার রাতেই খামারের বেশির ভাগ গরু অন্যত্র সরানো হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, কয়েকটি গরু রয়েছে খামারে। কোটি টাকার ‘বংশীয়’ ব্রাহমা গরুটি দেখা যায়নি। তবে খামারের একটি খাঁচায় ১৫ লাখ টাকা দাম হাঁকানো ব্রিটল জাতের ছাগলটি রয়েছে। ছাগলটি ঘিরে গণমাধ্যমকর্মীরা ভিডিও, ছবি ও লাইভের কাজ সারছেন। 

খামারের কর্মী স্বপন আহমেদ বলেন, ব্রাহমা জাতের গরুটি সরিয়ে নেওয়া হয়েছে। কোথায় সরানো হয়েছে তাঁরা জানেন না। 

রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিংয়ে রামচন্দ্রপুর খামার দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো খামার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ছবি: আজকের পত্রিকাঅন্যদিকে, খালের একাংশে মাটি ভরাট করে খামার গড়েছেন সাদিক এগ্রোর ইমরান হোসেন। উচ্ছেদের খবরে সাদিক এগ্রোর আশপাশের অবৈধ দখলদারেরা তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন। 

এ বিষয়ে ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে। এর সঙ্গে ছাগলকাণ্ডের কোনো সম্পর্ক নেই।’ 

বুধবার রাতে ডিএনসিসি থেকে জানানো হয়েছিল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক অ্যাগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হবে। 

প্রসঙ্গত, কোরবানির ঈদের আগে ১ কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে বিতর্কিত হয় সাদিক অ্যাগ্রো। ইমরান হোসেন খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতির দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত